Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘোষণা হয়ে গেল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দল (World Athletics Championships)। ১৯ জনের দল ঘোষণা করেছে ভারত। সেখানেই মুখোমুখি হতে চলেছেন নীরজ চোপড়া ও পাকিস্তানের আর্শাদ নাদিম।
নীরজের নেতৃত্বে ভারতীয় দল (World Athletics Championships)
২০২৫ সালের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ শুরু হতে চলেছে এই শনিবার থেকে। এই টুর্নামেন্টের আসর বসতে চলেছে টোকিওতে। এই প্রতিযোগিতা শেষ হবে ২১ সেপ্টেম্বর। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ভারত দল ঘোষণা করেছে। ভারতের এই ১৯ জনের দলের আকর্ষণের কেন্দ্রে নীরজ চোপড়া। তিনি পাঁচ বছর আগে টোকিওতে অলিম্পিক্সে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন ভারতের হয়ে। তিনিএবারও পদক ধরে রাখতে পারেন কিনা সেইদিকেই তাকিয়ে থাকবে ক্রীড়াবিশ্ব (World Athletics Championships)।
তবে চর্চায় রয়েছে নীরজ চোপড়ার সাথে প্রতিযোগিতা করতে কাদের দেখা যাবে সেই নিয়েও। তার সাথে লড়াইয়ে দেখা যাবে বিশ্বসেরা জার্মানির জুলিয়ান ওয়েবার এবং অলিম্পিক্স চ্যাম্পিয়ন পাকিস্তানের আর্শাদ নাদিমের। নাদিম চোটের কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকলেও তার চিকিৎসক জানিয়েছেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং নীরজ চোপড়া সহ বাকি প্রতিযোগীদের সাথে লড়াই করতে তিনি প্রস্তুত। গত অলিম্পিক্সে নীরজকে হারতে হয়েছিল নাদিমের কাছে এবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতীয় তারকার সামনে।

এবার প্রথমবার জ্যাভলিনে এক মহিলা সহ পাঁচজনকে প্রতিযোগিতায় অংশ নিতে পাঠাচ্ছে ভারত। তাছাড়াও বিশেষ নজর থাকবে ভারতের দ্রুততম স্প্রিন্টার অনিমেষ কুজুরের উপর। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথমবার পুরুষদের ২০০ মিটারে প্রবেশ করে রেকর্ড তৈরি করেছেন তিনি। গতবারের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারত ২৮ জনের দল পাঠিয়েছিল, সেখানে ছিল রিলে টিম। তবে এবারের ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোনও রিলে টিম দেখা যাবে না (World Athletics Championships)।
আরও পড়ুন: Gold Price Today: পুজোর আগেই চমক সোনার দামে?
ভারতীয় দল পুরুষ
নীরজ চোপড়া, শচীন যাদব, যশবীর সিং, রোহিত যাদব (জ্যাভলিন), মুরলি শ্রীশঙ্কর (লং জাম্প), গুলবীর সিং (৫ হাজার মিটার এবং দশ হাজার মিটার), প্রবীণ চিত্রভেল, আবদুল্লাহ আবুবকর (ট্রিপল জাম্প), সর্বেশ অনিল কুশারে (হাই জাম্প), অনিমেষ কুজুর (২০০ মিটার), তেজস শিরসে (১১০ মিটার হার্ডলস), সার্ভিন সেবাস্টিয়ান (২০ কিমি হাঁটা), রাম বাবু, সন্দীপ কুমার (৩৫ কিমি হাঁটা)।
ভারতীয় মহিলা দল
পারুল চৌধুরী ও অঙ্কিতা ধ্যানি (৩ হাজার মিটার স্টিপলচেস), অন্নু রানি (জ্যাভেলিন), প্রিয়াঙ্কা গোস্বামী (৩৫ কিলোমিটার রেসওয়াক), পূজা (৮০০ ও ১৫০০ মিটার) (World Athletics Championships)।