ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: গত কয়েক বছরে গোটা বিশ্ব জুড়ে এমন কয়েকটি ঘটনা ঘটেছে (World Bank), যা বিশ্বের শতাধিক রাষ্ট্রকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিচ্ছে। এই দেশগুলির মধ্যে কোনও দেশে রয়েছে তীব্র খাদ্য সঙ্কট। আবার কোথাও রয়েছে আকাশছোঁয়া জ্বালানির দাম। গোটা বিশ্ব জুড়ে এমন ব্যাপক আর্থিক সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা গিয়েছিল কিনা সে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
কোষাগার শূন্য? (World Bank)
রাষ্ট্রপুঞ্জের উন্নয়ন কর্মসূচির প্রধান আর্চিম স্টেইনার দাবি করেন, যে কোনও সময় কোষাগার শূন্য হতে পারে বিশ্বের কম পক্ষে অন্তত ৫০টি দেশের। আবার বিশ্ব ব্যাংক (World Bank) ১০৪টির বেশি দেশকে আর্থিক সংকটাপন্ন দেশের তালিকায় রেখেছে। এই তালিকায় নাম না থাকলেও খুব কাছেই রয়েছে বিশ্বের বেশ কয়েকটি উন্নত দেশের নামও।
কেন সংকট (World Bank)
হঠাৎ, কেন এই আর্থিক সংকট দেখা দিল গোটা বিশ্ব জুড়ে? এর পেছনে মুলত তিনটি কারণের কথা বলেছেন বিশেষজ্ঞরা (World Bank)। যার মধ্যে সবচেয়ে বড় কারণ হল গোটা বিশ্ব জুড়ে আবহাওয়ার পরিবর্তন। গোটা পৃথিবী জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে। যার কারনে বিশ্বের প্রায় সব কটি কৃষি প্রধান দেশেই কৃষিকাজ ব্যাপক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই কারনে গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দিচ্ছে। বিশেষ করে এশিয়া ও আফ্রিকার দেশ গুলিতে এই খাদ্য সংকট বেশ ভয়াবহ রূপ নিয়েছে।
আরও পড়ুন: Bangladesh News: বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘুরা, চিন্ময়কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি বিজেপির
যুদ্ধ
এছাড়াও এই আর্থিক সংকটের আরও একটি বড় কারণ হল রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ২০২২ এর ২৪ ফ্রেবুয়ারি থেকে যুদ্ধ চলছে। যে যুদ্ধের প্রভাব পড়ছে গোটা বিশ্বে। ইউক্রেনকে বলা হয় “পূর্ব ইউরোপের গমের ঝুরি”। যুদ্ধ চলার জন্য রাশিয়া ইউক্রেনের গম এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে পাঠাতে পারচ্ছে না পূর্ব ইউরোপের এই দুই দেশ। এতেই বিশ্ব বাজারে গমের দাম অনেকটা বেড়ে গেছে। ইরাকে গমের দাম বেড়েছে ৩৫ শতাংশ। আবার মিশর আকাশ ছোঁয়া গমের দামের কারণে গম মজুত করে রাখতে পারচ্ছে না অর্থের অভাবে।
কোভিড
এছাড়াও ২০২০ সালের কোভিড মহামারীর কারণে গোটা বিশ্বের বহু দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। এরপর আবারও বিশ্বজুড়ে যুদ্ধ ও খাদ্যশস্যের সংকট অর্থনীতিকে আবারও দেউলিয়া দশা করেছে। এছাড়াও রাশিয়ার তেল ও গ্যাস ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানির চাহিদা মেটায়। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব বাজারে বাড়চ্ছে তেলের দাম। ফলে গোটা বিশ্ব জুড়ে বৈদেশিক মুদ্রার ব্যাপক সংকট দেখা দিয়েছে।
আছে কোন কোন দেশের নাম?
এই সমস্ত কারণে কিছুদিন আগে আর্থিক ভাবে দেউলিয়া দশা হয়েছিল শ্রীলঙ্কার। এরপরেই নেপালের পরিস্থিতিও একই হয়েছিল। অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্থানের ঋণের বোঝা বেড়ে যাওয়া ও রাজকোষ শেষ হওয়ার কারণে এই দুই দেশও খুব তাড়াতাড়ি দেউলিয়া হতে পারে।
আরও পড়ুন: Krishnadas Prabhu Arrest: ঢাকা বিমানবন্দরে গ্রেফতার কৃষ্ণদাস প্রভু, নিয়ে যাওয়া হল অজানা জায়গায়!
তালিকায় আছে ভারত?
তবে এই তালিকায় নাম নেই আমাদের দেশের। কিন্তু, বেশ কিছু রাজ্য সরকারের ঋণের বোঝা বেশ অনেকটাই চিন্তার কারণ হতে পারে কেন্দ্রের। মহারাষ্ট্র ও গুজরাট ছাড়া ভারতের সবকটি রাজ্যেই রয়েছে ঋণের বোঝা। তবে এখনও ভারতের নাম নেই এই তালিকায়।