ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঘরের ইডেনে জীবনের শেষ ম্যাচ ঋদ্ধিমান সাহার(Wriddhiman Saha)। রঞ্জির মরসুম শুরু হওয়ার আগেই জানিয়ে দিয়েছিলেন ঋদ্ধিমান। আর খেলবেন না ঘরোয়া ক্রিকেটও। রঞ্জিতে নক আউটে যাওয়ার সম্ভাবনা নেই বাংলার। সুতরাং পঞ্জাবের বিরুদ্ধেই শেষ ম্যাচ খেলে ফেলবেন ঋদ্ধি। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে জীবনের শেষ ম্যাচে নামার আগে ঋদ্ধিকে সংবর্ধনা দিল বাংলার ক্রিকেট সংস্থা(CAB)।
ঋদ্ধিমানকে সংবর্ধনা বাংলার ক্রিকেট সংস্থার(Wriddhiman Saha)
বৃহস্পতিবার খেলা শুরু হওয়ার আগে ঋদ্ধিকে(Wriddhiman Saha)) সংবর্ধনা দেন বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়(Snehasish Ganguly)। বাংলা দলের সব ক্রিকেটারের সই করা একটি জার্সি দেওয়া হয় ঋদ্ধিকে। ফুলের তোড়া ও উত্তরীয় দেওয়া হয় উইকেটরক্ষক-ব্যাটারকে। স্নেহাশিস বলেন, “দুর্দান্ত একটা কেরিয়ার। ঋদ্ধি অনেককে উদ্বুদ্ধ করেছে। ২০০৭ সালে অভিষেকের পর এত বছর খেলা কম কৃতিত্বের নয়। ওকে অনেক শুভেচ্ছা।” দলের বাকি ক্রিকেটারেরা একে একে জড়িয়ে ধরেন শিলিগুড়ির পাপালিকে।
ঋদ্ধিমানকে শুভেচ্ছা সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Wriddhiman Saha)
পাঞ্জাব ম্যাচ শুরুর আগে তাই স্বাভাবিকভাবেই ঋদ্ধিমানের(Wriddhiman Saha) জন্য শুভেচ্ছার ঢল নেমেছে। তাঁকে এই ম্যাচের আগে এক বর্ণময় কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বাংলার আরেক ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। প্রিয় পাপালির উদ্দেশে সৌরভ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এক দুরন্ত কেরিয়ারের জন্য ঋদ্ধিমান সাহাকে অনেক অনেক অভিনন্দন। ও কেরিয়ারে যা যা লাভ করেছে, তার জন্য ওর গর্ব হওয়া উচিত। বাংলার হয়ে ওর শেষ ম্যাচের জন্য অনেক শুভেচ্ছা রইল।’
আরও পড়ুন: Neymar: নেইমার-আল হিলাল সম্পর্কে ইতি! নেইমারের নতুন ঠিকানা এবার স্যান্টোস?
১৮ বছরে খেলেছেন ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ
১৮ বছরের কেরিয়ারে ১২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ঋদ্ধি। করেছেন ৬৪২৩ রান। সর্বোচ্চ রান অপরাজিত ২০৩। প্রথম শ্রেণির ম্যাচে ৩১৩টি ক্যাচ নিয়েছেন তিনি। করেছেন ৩৭টি স্টাম্প। দীর্ঘ দিন বাংলার রঞ্জি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে ঋদ্ধির। মাত্র ২০ বলে এই কীর্তি করেছিলেন তিনি। তবে এক কর্তার সঙ্গে বিবাদের জেরে ২০২২ সালে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে যান ঋদ্ধি। দু’টি মরসুম সেখানে খেলার পরে আবার বাংলায় ফিরে আসেন তিনি। বাংলার হয়ে ভাল খেলায় জাতীয় দলেও সুযোগ পেয়েছেন ঋদ্ধিমান। ভারতের হয়ে ৪০টি টেস্ট ও ৯টি এক দিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ১৩৫৩ রান ও এক দিনের ক্রিকেটে ৪১ রান করেছেন তিনি।