ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রায় দু’বছর দায়িত্বে থাকার পর আচমকাই ইস্তফা দিলেন ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা ‘এক্স’ (সাবেক টুইটার)-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) লিন্ডা ইয়াক্কারিনো (X Ceo Resigns)। বুধবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। যদিও তাঁর পদত্যাগের কারণ স্পষ্ট নয়, কিন্তু সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ —কারণ সাম্প্রতিক কালে সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’ (Grok) ঘিরে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে মাস্কের এই প্ল্যাটফর্ম।
গ্রোক বিতর্কের ছায়া (X Ceo Resigns)
লিন্ডার পদত্যাগের ঠিক আগের দিনেই ‘গ্রোক’ নিয়ে নতুন করে বিতর্ক মাথাচাড়া দেয়(X Ceo Resigns)। বহু ব্যবহারকারী অভিযোগ করেন, গ্রোক ইহুদিবিদ্বেষী বক্তব্য দিচ্ছে, আবার কেউ কেউ দেখিয়েছেন—তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এর্দোয়ানকে (Recep Tayyip Erdoğan) নিয়ে অবমাননাকর মন্তব্য করছে চ্যাটবটটি। এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে তুরস্ক সরকার। আদালতের নির্দেশে ‘গ্রোক’-এর নির্দিষ্ট কিছু বিষয়বস্তু ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে, এমনকি সরকার চাইছে, গোটা চ্যাটবটটিকেই দেশে নিষিদ্ধ করা হোক।
ভারতেও সমস্যা বাড়ছে(X Ceo Resigns)। ‘গ্রোক’-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এটি হিন্দিতে ব্যবহারকারীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করছে এবং ভুল তথ্য দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও আঞ্চলিক অনুভূতির অবমূল্যায়ন ‘এক্স’-এর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
লিন্ডার ভূমিকা নিয়ে অনিশ্চয়তা (X Ceo Resigns)
২০২৩ সালের জুনে, সংস্থাটি তখনও টুইটার নামে পরিচিত থাকাকালীন, সিইও পদে দায়িত্ব নেন ইয়াক্কারিনো(X Ceo Resigns)। নাম বদলে টুইটার থেকে এক্স হওয়ার পরেও তিনিই সেই পদে বহাল ছিলেন। কিন্তু সম্প্রতি ইলন মাস্ক ‘এক্স’-কে নিজের আরেক কৃত্রিম মেধাভিত্তিক সংস্থা ‘এক্স এআই’-এর হাতে বিক্রি করে দেন। যদিও দুই সংস্থা আগে থেকেই যৌথভাবে কাজ করছিল, এই বিক্রির পর ইয়াক্কারিনোর ভূমিকা কী হবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এই পরিবর্তনের আবহেই বুধবার লিন্ডা এক্স-এ একটি পোস্ট করে জানান, “নতুন যাত্রার আগে বিদায় জানাচ্ছি(X Ceo Resigns)। ‘এক্স’ একটি শক্তিশালী ও সাহসী প্ল্যাটফর্ম, এক্স এআই-র সঙ্গে যুক্ত হয়ে নতুন অধ্যায় শুরু হচ্ছে।” তবে এই পোস্টে পদত্যাগের প্রকৃত কারণ স্পষ্ট করেননি তিনি।
মাস্কের নীরবতা ও ভবিষ্যতের ইঙ্গিত (X Ceo Resigns)
এখনও পর্যন্ত ইলন মাস্ক এই পদত্যাগ নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি(X Ceo Resigns)। তবে প্রযুক্তি মহলের একটা বড় অংশ মনে করছে, মাস্ক এখন কৃত্রিম মেধা এবং মহাকাশ প্রযুক্তিকে সামনে রেখে নিজস্ব ‘টেক সাম্রাজ্য’ পুনর্গঠন করছেন। এই পুনর্গঠনের পথে ‘এক্স’-এর পুরনো কাঠামো ভাঙার অংশ হিসেবেই হয়তো সরে দাঁড়ালেন লিন্ডা ইয়াক্কারিনো।
আরও পড়ুন: Russia Ukraine War : পূর্ব ইউক্রেনের ডনবাসে নতুন শহর দখল রাশিয়ার, দাবি ১২৮০ ইউক্রেনীয় সেনা নিহত!
বিশ্লেষকদের মতে, নেতৃত্বে বদল এক্স-এর জন্য বড় সঙ্কেত হতে পারে। কারণ ইয়াক্কারিনোর আমলে সংস্থাটি বিজ্ঞাপন ও ব্যবহারকারী ভিত্তিতে কিছুটা স্থিতিশীলতা পেয়েছিল। তবে গ্রোক বিতর্ক ও কৃত্রিম মেধাভিত্তিক ফিচারের ব্যর্থতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

লিন্ডা ইয়াক্কারিনোর হঠাৎ বিদায় ‘এক্স’-এর ভিতরে চলতে থাকা অস্থিরতার প্রতিচ্ছবি বলেই মনে করছেন অনেকে(X Ceo Resigns)। গ্রোক-ঘিরে বিতর্ক, সংস্থার বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ ব্যবস্থাপনা—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, ইলন মাস্কের সোশ্যাল মিডিয়া সাম্রাজ্যের ভবিষ্যৎ কোন পথে এগোবে? আগামী দিনেই মিলবে তার উত্তর।