ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেখতে দেখতে এক বছর পার করে ফেলল ছোট্ট ইয়ালিনি (Yaalini Birthday)। এই মুহূর্তে টলিপাড়ায় (Tollywood ) জনপ্রিয় স্টারকিড, রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) সন্তান ইউভান (Yuvaan) ও ইয়ালিনি। এতটুকু বয়সেই তারা সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেলিব্রেটি।
ইউভানের জন্মদিনে ইয়েলিনির ছবি (Yaalini Birthday)
ইউভানের চার বছরের জন্মদিনে প্রথমবার মেয়ে ইয়ালিনির (Yaalini Birthday) ছবি প্রকাশ্যে এনেছিলেন মা শুভশ্রী গাঙ্গুলী। ইউভানের জন্মদিনে প্রথমবার তার বোন ইয়ালিনির দুষ্টু মাখা ছবি দেখে ভীষণ খুশি হয়েছিলেন অনুরাগীরা। তারপরেও মাঝেমধ্যে ছোট্ট ইয়ালিনির দুষ্টু মিষ্টি মাখা বিভিন্ন ছবি পোস্ট করেন মা শুভশ্রী গাঙ্গুলী। একরত্তিকে নিয়ে শুভশ্রীর কাটানো সেইসব বিশেষ মুহূর্তগুলোর সাক্ষী হন অনুরাগীরাও। শুধু তাই নয়, সেই সব ছবিতে দাদা বোনের খুনসুটিও ধরা পড়ে।
এক বছরের জন্মদিন (Yaalini Birthday)
ছোট্ট ইয়ালিনির (Yaalini Birthday) এক বছরের জন্মদিন। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী আবেগঘন মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। মেয়ের জন্মের সময় থেকে পরবর্তী বিভিন্ন সুন্দর মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। কোনও ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় মেয়েকে বুকে আগলে মা শুভশ্রী। আবার কোনও ছবিতে ঠাম্মির কোলে ইয়ালিনি। আবার কোনও কোনও ছবিতে দাদা ইউভানের সঙ্গে খেলায় ব্যস্ত ইয়ালিনি। ছোট্ট ইয়ালিনির বয়স দেখতে দেখতে এখন এক বছর হয়ে গেল। তাই চক্রবর্তী পরিবারে আজ খুশির আমেজ।
আরও পড়ুন: Jeet Birthday: জন্মদিনে বাদশা মেজাজে জিৎ, অনুরাগীদের জন্য কী করলেন?
বাবার পোস্ট করা ছবি (Yaalini Birthday)
শুধুমাত্র মা শুভশ্রী গাঙ্গুলি নয়, বাবা রাজ চক্রবর্তীও একগুচ্ছ ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, “শুভ জন্মদিন আমার অমূল্য সম্পদ, আমার মেয়ে” (Yaalini Birthday)। এখন তাঁদের দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে নিয়ে পুরোদমে সুখের সংসার। মা শুভশ্রী গাঙ্গুলী একদিকে যেমন সংসার, শুটিংয়ের কাজ সারেন। অপরদিকে অবসর সময়ে চুটিয়ে সন্তানদের সঙ্গে খুনসুটিতেও মেতে থাকেন। সোশ্যাল মিডিয়াতে করা সেই ছোট্ট ছোট্ট পোস্ট, যা দেখে তাঁর অনুরাগীরা ভীষণ খুশি। বোঝা যায়, কমেন্ট বক্সে উজার করা অনুরাগীদের জন্মদিনের শুভেচ্ছা বার্তাতে।
আরও পড়ুন: Neem Phuler Madhu: সৃজন ক্রিমিনাল, পুঁটি বড় হয়ে গেল! ‘নিম ফুলের মধু’তে ২০ বছর পার
লক্ষ্মীর আগমন
৩০ নভেম্বর ২০২৩ সাল, ঠিক আজ থেকে এক বছর আগে শুভশ্রীর ঘরে লক্ষ্মীর আগমন ঘটে। এই খবর প্রথম জানান পরিচালক রাজ চক্রবর্তী। তিনি জানিয়েছিলেন, মেয়ে হয়েছে তাঁর। দাদা হয়েছে ইউভান। আজ ইয়ালিনির প্রথম এক বছরের জন্মদিন। সেলেব পেরেন্টস এলাহি আয়োজন করবে, সেটা তো স্বাভাবিক। ছোট্ট ইয়ালিনির প্রথম জন্মদিনে কী আয়োজন করা হয়েছে, তা অবশ্য জানাতে চাননি তাঁরা। যাই হোক না কেন। যতই তাঁরা ব্যস্ততম পরিচালক ও নায়িকা হন না কেন, পরিবারের জন্য তাঁদের সময় সব সময় বরাদ্দ। মেয়ে ও ছেলে তাঁদের চোখের মণি।