ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একি অবস্থা দক্ষিণী সুপারস্টার যশের (Yash in Toxic)? নিজের জন্মদিনেই (Birthday) কিনা তিনি এত টক্সিক? জন্মদিন পার্টি বলে কথা। তাই কি তিনি এমন দৃশ্যে ধরা দিলেন? দেখে তো সবার চোখ কপালে উঠছে। অন্ধকার আলো-আঁধারিতে তাঁকে ঘিরে রেখেছে একদল মায়াবী নারী। রাত পার্টি, আর তার সাথে চলছে মাদকের নেশা। যেন চেনাই যাচ্ছে না। মুহূর্তে ভাইরাল হলে কয়েক সেকেন্ডের ভিডিও।
অবাক হবেন না (Yash in Toxic)
একটু দাঁড়ান। অবাক হবেন না। আসলে এই পার্টি কিন্তু যশের (Yash in Toxic) জন্মদিনের সেলিব্রেশন পার্টি নয়। তাঁর জন্মদিন উপলক্ষে, এই ভিডিও সামনে এসেছে ঠিকই। আসলে এটা তাঁর ভক্তদের জন্য একটা বড় উপহার। তাঁর নিজের জন্মদিনেই সামনে আনলেন আগামী ছবি টক্সিকের ঝলক।
রকি ভাইয়ের লুকে ফিরছেন যশ (Yash in Toxic)
টক্সিকে যশকে (Yash in Toxic) নতুন কোনও লুকে দেখতে পাবেন না। বরং সেই পুরনো রকি ভাইয়ের লুকে দেখতে পাবেন। কিন্তু দাপট যেন ১০০ গুণে একেবারে আলাদা। অভিনেতা এই ফ্রেমে ধরা দিলেন, বোল্ড হট লুকে। তারা আগামী নতুন ছবি টক্সিক। আপাতত কয়েক মাস ধরে তিনি এই কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। তাঁর জন্মদিনে সেই বিশেষ কাজের কিছুটা মুহূর্ত সকলের সাথে ভাগ করে নিলেন। এটা অনেকেই আশা করেননি, তবে যশ অনুরাগীদের জন্য এই সংবাদ নিঃসন্দেহে একটা বড় খবর।
আরও পড়ুন: Sahid Kapoor: আচমকা কলকাতায় হাজির শাহিদ কাপুর, গঙ্গাবক্ষে মাতালেন রাতপার্টি
দেশ জুড়ে বাড়ছে দক্ষিণী স্টারদের দাপট
নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে গোটা দেশ জুড়ে দক্ষিণী স্টাররা কিভাবে তাদের দাপট বাড়াচ্ছেন। ফুলে ফেঁপে উঠছে তাঁদের পসার। গোটা দেশের সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছেন যশ। যার নেপথ্যে বড় কান্ডারী হিসেবে কাজ করছে কেজিএফ। ছবিটির দুটি পার্ট রীতিমত সুপার-ডুপার হিট। রাতারাতি দর্শকের মন ছিনিয়ে নিয়েছিল। তারপর থেকেই শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রি নয়, বরং গোটা দেশের কাছে সুপারস্টার যশ। তাই তাঁর জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার রাখলেন। দেখালেন টক্সিকের এক ঝলক।
আরও পড়ুন: Raj Chakraborty: ‘যোদ্ধা’ মেয়ের আক্রমণে বাবা রাজ! বক্সিং শিখছে ইয়ালিনি
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে টক্সিক
ভিডিওতে দেখা যাচ্ছে মাদক, নারী আর রাত পার্টির ধোঁয়াশায় রয়েছেন যশ। ব্যাকগ্রাউন্ডে বাজছে দুর্দান্ত মিউজিক। ভিডিওটি বেশিক্ষণের নয়। মাত্র কয়েক সেকেন্ডের। দেখে তো অবাক সবাই। ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিলেন অভিনেতাকে । এখন দেশ জুড়ে দক্ষিণী স্টারদের ছবি। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে রয়েছে টক্সিক। ৮ই জানুয়ারি তাঁর জন্মদিনের দিন রীতিমত সেলিব্রেশনের মেজাজে বড় চমকটা দিলেন তিনি। ছবির পরিচালনায় রয়েছেন গীতু মোহনদাস। আরেকটা বড় খবর হল, এই ছবির প্রযোজনা টিমের সঙ্গে যুক্ত রয়েছেন যশ নিজেও। এর আগে কেজিএফ যেভাবে বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছিল, স্বাভাবিক ভাবেই টক্সিক নিয়ে আশাবাদী এই ছবির টিম।