ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে (Yogi Adityanath On Murshidabad) একাধিক রাজ্যে অশান্তির মধ্যে বাংলায় মুর্শিদাবাদের পরিস্থিতি সব থেকে খারাপ। এবার সেই নিয়েই মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদের জেরেই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার পরিস্থিতি হিংসাত্মক হয়ে উঠেছে বলে দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিরোধীদের দুষলেন তিনি।
বিরোধীদের একাংশকেই দায়ী করলেন (Yogi Adityanath On Murshidabad)
রবিবার লখনৌতে ভারতরত্ন ‘বাবাসাহেব ড: ভীমরাও আম্বেদকর সম্মান সমারোহ’ অনুষ্ঠান থেকে যোগী বলেন, ‘তিন জন হিন্দুকে ঘর থেকে বের করে এনে হত্যা করা হয়েছে। এরা কারা জানেন? সেই দলিত এবং দরিদ্র মানুষ, যাঁরা সমাজে অবহেলিত।’ লখনউতে ‘বাবা সাহেব ভিমরাও আম্বেদকর সম্মান সমারোহ’ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি মুর্শিদাবাদ ইস্যুতে মুখ খোলেন। মুর্শিদাবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে ওয়াকফ আইন ঘিরে বিক্ষোভের জন্য বিরোধীদের একাংশকেই দায়ী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath On Murshidabad)। হিংসার ঘটনার পিছনে কংগ্রেস, এসপি বা তৃণমূলের মতো দলগুলির ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মানুষকে ভুল বুঝিয়ে হিংসার দিকে (Yogi Adityanath On Murshidabad)
অশান্ত মুর্শিদাবাদ। সেখানের সুতি এলাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। তবে রবিবার সন্ধ্যার পর থেকে কোনও নতুন অশান্তির খবর আসেনি। এদিকে, সোশ্যাল মিডিয়া পোস্টে সব ধর্মের মানুষের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের আবেদন,’সব ধর্মের মানুষের কাছে আমার আবেদন, আপনারা দয়া করে শান্ত থাকুন, সংযত থাকুন।’ এদিকে যোগী (Yogi Adityanath On Murshidabad) বলছেন, ‘বিরোধীদের ভুল বোঝানোর কারণেই এ ভাবে হিংসাত্মক পথে নেমেছেন এক শ্রেণির মানুষ। অতীতে নাগরিকত্ব সংশোধনী আইনের সময়েও এ ভাবে মানুষকে ভুল বুঝিয়ে হিংসার দিকে ঠেলে দিয়েছিলেন স্বার্থান্বেষী বিরোধীরা।’’
ভোটব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে
অনুষ্ঠানে যোগী বলেন,’হিংসায় প্ররোচনা দেওয়া হচ্ছে। আপনারা দেখেছেন পশ্চিম বাংলায়, মুর্শিদাবাদে ৩ হিন্দুর নির্মম হত্যা হয়েছে। ঘর থেকে বের করে হত্যা করা হয়েছে। এরা সকলেই সেই বঞ্চিত, গরিব হিন্দু। যাদের এই জমির সর্বাধিক লাভ পাওয়ার কথা। এই জমি যদি রাজস্ব রেকর্ডে ফিরে আসে, তাহলে একজন দলিত মানুষও বাড়ি পাবেন। ফ্ল্যাট পাবেন। তাঁদের জীবনও উন্নত হবে।’ তিনি এরই সঙ্গে বলেন,’ ওঁদের (বিরোধীদের) ভয় আছে.. যদি গরিবরা উঁচু বাড়ি পান, তাহলে তাঁদের ভোটব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে। বিভ্রান্ত করার রাজনীতিই তো শেষ হয়ে যাবে।’
অবৈধ ভাবে ওয়াকফের সম্পত্তি কুক্ষিগত
তাঁর কথায়, ‘‘দেশের প্রায় প্রতিটি রাজ্যে অবৈধ ভাবে ওয়াকফের সম্পত্তি কুক্ষিগত করে রেখেছে কিছু মুষ্টিমেয় ব্যক্তি। এদের কাছে ওয়াকফ সম্পত্তির কোনও কাগজ নেই বা ভূমিরাজস্ব দফতরেও সেই সম্পত্তির কোনও রেকর্ড নেই। এখন সেই সম্পত্তি হাতছাড়া হওয়ার ভয় থেকেই সাধারণ মুসলিম জনতাকে ভুল বুঝিয়ে মাঠে নামাচ্ছেন বিরোধীরা।’’ যোগীর বক্তব্য, ‘‘মুর্শিদাবাদে তিন জনকে হত্যা করা হয়েছে। শোনা যাচ্ছে ওই ব্যক্তিরা গরিব ও দলিত শ্রেণির। যাঁরা ওই ওয়াকফ সম্পত্তি সরকারের হাতে এলে সবথেকে বেশি ফায়দা পেতেন।’’