ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দিনের আলোয় দোকান বন্ধ করে এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল আরামবাগের লিঙ্ক রোডের আলম মার্কেট এলাকায়। ঘটনার খবর জানাজানি হতেই অভিযুক্ত যুবককে গণ ধোলাই দেওয়ায় হয়। সেই অবস্থায় খবর পেয়ে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে আরামবাগ থানার পুলিশ। ওই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন আরামবাগ থানার আই সি রাকেশ সিং। নিগৃহীতা মহিলাকে আরামবাগ হাসপাতালে পাঠানো হয়। তাঁর বাড়ি গোঘাটের বাবুরাম পুর এলাকায়। জানা গিয়েছে, তিনি আরামবাগে ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার না আসায় তারই পাশের গ্রামেরই যুবক তাকে ডাক্তার দেখানোর নাম করে স্থানীয় একটি গুদাম ঘরে নিয়ে যায়। সেখানেই দরজা বন্ধ করে ঐ মহিলাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ নিগৃহীতার পরিবারের লোকজনের।
আরও পড়ুন: https://tribetv.in/know-the-historical-details-of-khanakul-ratnabali-kali-puja/
আর এর পরেই ঘটনা জানাজানি ও মহিলার চিৎকার চেঁচামেচিতে সকলে ছুটে আসেন। মহিলার অভিযোগে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে ধরে ফেলে ও বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।