ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফরাক্কায় চোর সন্দেহে এক যুবককে বেধরক মারধর। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। চাঞ্চল্যকর ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ফরাক্কার মহাদেবনগরের গোপালনগরে। মৃত ওই যুবকের নাম কারীম শেখ(২৮)। তার বাড়ি ফরাক্কা থানার মহাদেবনগর পঞ্চায়েতের মধ্য মহাদেবনগর গ্রামে। জানা গিয়েছে, ফরাক্কার মহাদেবনগর এলাকায় কয়েকদিন থেকেই ঘনঘন চুরি হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার গভীর রাতে মধ্য মহাদেবনগর থেকে গোপালনগরে চুরি করতে এসেছিল ওই যুবক। তখনই কার্যত জনতার হাতে ধরা পড়ে যায় সে। চলে উত্তম মধ্যম। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে কারীম শেখ নামে ওই যুবক। তাকে জরুরী ভিত্তিতে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। এদিকে চোর সন্দেহে যুবককে মারার ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে।
আরও পড়ুন: https://tribetv.in/intensely-bomb-blast-at-delhi-prashant-bihar-crpf-school-areas/
এদিকে চোর সন্দেহে মারধোরে মৃত্যু হলেও মৃত্যু হওয়া যুবকের পরিবারের দাবি, এলাকায় রাজমিস্ত্রি সহ পাঁচ রকম কাজ করত ওই যুবক। চুরির অভিযোগ একেবারে ভিত্তিহীন। যদি চুরি করেও থাকে তাহলে কেন প্রশাসনকে না দিয়ে এভাবে মারধর করা হলো? এই প্রশ্নও তুলেছেন তারা। প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি তুলেছেন দুই সন্তান রেখে মৃত্যু হওয়া কারিম শেখের পরিবারের সদস্যরা। এদিকে ফরাক্কা থানার পুলিশ সূত্রে খবর, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।