ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারতের তরফে নেওয়া হল আরও (Youtube Channel Banned) একটি কঠোর পদক্ষেপ। পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। এই চ্যানেলগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা পরিকল্পিতভাবে ভারত, ভারতীয় সেনা এবং দেশের নিরাপত্তা সংস্থাগুলির বিরুদ্ধে ভুল তথ্য, উস্কানিমূলক বক্তব্য এবং সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে পারে এমন কনটেন্ট প্রচার করছিল।
অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ (Youtube Channel Banned)
নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলির তালিকায় রয়েছে পাকিস্তানের নামী (Youtube Channel Banned) সংবাদমাধ্যমগুলির ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ‘ডন নিউজ’, ‘সামা TV’, ‘আরি নিউজ’, এবং ‘জিও নিউজ’। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পহেলগাঁও হামলার পরে এই চ্যানেলগুলি নানা মিথ্যা বর্ণনা এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছিল, যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
জিরো টলারেন্স নীতি (Youtube Channel Banned)
এই ঘটনার প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকও (Youtube Channel Banned) জানিয়েছে, সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে ভুয়ো প্রচার এবং সন্ত্রাসবাদী বার্তা ছড়ানোর বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু ইউটিউবই নয়, আগেই পাকিস্তান সরকারের একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং সংবাদমাধ্যমের অনলাইন উপস্থিতিও নিষিদ্ধ করা হয়েছে।
আন্তর্জাতিক যোগসূত্রের সন্ধান
অন্যদিকে, পহেলগাঁও হামলার তদন্তে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সূত্রের দাবি, হামলার দিন বৈসারন উপত্যকায় একটি স্যাটেলাইট ফোন সক্রিয় অবস্থায় ধরা পড়ে। সেই ফোন চিনে তৈরি এবং তা পাকিস্তান থেকে ভারতে পাচার করা হয়েছিল। এই তথ্য থেকেই ইঙ্গিত মিলেছে হামলার পরিকল্পনার গভীরতা ও আন্তর্জাতিক যোগসূত্রের।
ড্রোনের মাধ্যমে নজরদারি
এছাড়াও পুলওয়ামা, অনন্তনাগ ও শোপিয়ান জেলার পার্বত্য অঞ্চলে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, জঙ্গিরা মেষপালকদের ছদ্মবেশে ঘোরাফেরা করছে, ফলে তাদের শনাক্ত করা গেলেও সরাসরি হামলা চালানো কঠিন হয়ে পড়েছে।
উস্কানিমূলক মন্তব্য
এর মধ্যেই পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে। দেশের একাধিক মন্ত্রী পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ভারতের নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এই ধরনের মন্তব্যকে “দায়িত্বজ্ঞানহীন” এবং “আত্মঘাতী” বলে ব্যাখ্যা করেছেন।
আরও পড়ুন: Metro Signal Failure: সপ্তাহের শুরুতেই কলকাতা মেট্রোয় বড়সড় বিভ্রাট, বিপাকে নিত্যযাত্রীরা
ভারতীয় সরকার স্পষ্ট করে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে কোনও আপস হবে না। সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রতিটি প্রচেষ্টারই উপযুক্ত জবাব দেওয়া হবে।