Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সমাজ মাধ্যমে নিজের কনটেন্ট পৌঁছে দিতে (Youtube Money Earning) গিয়ে স্মল ক্রিয়েটরদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এবার ইউটিউব আনল এক দারুণ নতুন ফিচার-“হাইপ” (Hype)। ছোট কনটেন্ট নির্মাতাদের উৎসাহ দিতে এবং তাদের ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এই নতুন বৈশিষ্ট্যটি চালু করেছে ইউটিউব।
গত বছর ‘Made on YouTube’ ইভেন্টে এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। এবার তা একধাক্কায় ৩৯টি দেশে উন্মুক্ত করে দিল সংস্থা। ভারত সহ আমেরিকা, ব্রিটেন, জাপান, ইন্দোনেশিয়া-সহ বিভিন্ন দেশে এই ফিচার এখন ব্যবহারযোগ্য।
কী এই “হাইপ” ফিচার? (Youtube Money Earning)
নতুন এই ফিচারের মাধ্যমে, ইউটিউব ভিডিওর নিচে লাইক বোতামের (Youtube Money Earning) পাশে “হাইপ” নামে একটি নতুন বোতাম দেখা যাবে। এটি ব্যবহার করে দর্শকরা পছন্দের ভিডিওগুলোকে হাইপ করতে পারবেন। তবে এখানে একটি শর্ত রয়েছে-এই ফিচারটি শুধুমাত্র তাদের জন্যই কাজ করবে যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ৫ লক্ষের কম। অর্থাৎ মূলত স্মল ও মিড-লেভেল কনটেন্ট ক্রিয়েটররাই এর সুবিধা পাবেন।
কীভাবে কাজ করে? (Youtube Money Earning)
প্রতি সপ্তাহে একজন ইউটিউব ব্যবহারকারী সর্বোচ্চ তিনটি ভিডিও (Youtube Money Earning) হাইপ করতে পারবেন। প্রত্যেকটি হাইপ ভিডিওর জন্য নির্দিষ্ট সংখ্যক পয়েন্ট দেওয়া হবে, যা একটি লিডারবোর্ডে প্রতিফলিত হবে। অর্থাৎ, যে ভিডিও যত বেশি হাইপ পাবে, তার লিডারবোর্ডে ওঠার সম্ভাবনা তত বেশি। যারা ভিডিও হাইপ করবেন, তাঁদের একটি “হাইপ স্টার ব্যাজ” দেওয়া হবে, যা সেই নির্দিষ্ট ভিডিওর সঙ্গে দৃশ্যমান থাকবে। দর্শকরা চাইলে শুধুমাত্র হাইপ-করা ভিডিও দেখার জন্য একটি আলাদা ফিল্টার-ও ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: Monthly Horoscope: সেপ্টেম্বর মাস চ্যালেঞ্জে ভরা সময়, সতর্ক হোন!
ভবিষ্যতের পরিকল্পনা
এই ফিচারের মাধ্যমে শুধু ভিডিওর ট্র্যাকশনই বাড়ানো নয়, ইউটিউব ভবিষ্যতে এর মাধ্যমে আয় বৃদ্ধির সম্ভাবনাও দেখছে। শোনা যাচ্ছে, ইউটিউব হয়তো এমন একটি অপশনও আনবে, যেখানে নির্মাতারা অতিরিক্ত অর্থ খরচ করে হাইপ কিনতে পারবেন, যা তাঁদের ভিডিওর প্রচার বাড়াতে সাহায্য করবে। গেমিং, ফ্যাশন বা অন্যান্য জনপ্রিয় বিভাগের জন্য আলাদা লিডারবোর্ড আনার কথাও ভাবছে সংস্থা।