ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রকে ঘিরে ধীরে ধীরে এক গভীর রহস্যের জাল উন্মোচিত হচ্ছে (Youtuber Jyoti Malhotra)। সম্প্রতি তাঁকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। আদালতের নির্দেশে তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। শুধু পুলিশ নয়, এই ঘটনার তদন্তে নেমেছে দেশের দুই শীর্ষ গোয়েন্দা সংস্থা – ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।
পাক-আফগান সীমান্তে জ্যোতি (Youtuber Jyoti Malhotra)
তদন্তে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য (Youtuber Jyoti Malhotra)। জ্যোতির পাকিস্তান সফরের পাশাপাশি তাঁর পাক-আফগান সীমান্তে প্রবেশের প্রমাণ মেলায় গোয়েন্দা মহলে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ওই অঞ্চলকে দীর্ঘদিন ধরেই ‘জঙ্গিদের ডেরা’ হিসেবে চিহ্নিত করা হয়, যেখানে সাধারণ নাগরিকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে কীভাবে এবং কার সহায়তায় তিনি সেখানে পৌঁছালেন, এখন সেটাই তদন্তকারীদের (NIA India) মুখ্য প্রশ্ন।
মোবাইল পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য (Youtuber Jyoti Malhotra)
সূত্রের খবর, জ্যোতি তদন্তকারীদের বিভ্রান্ত করতে গোলমেলে উত্তর দিচ্ছেন (Youtuber Jyoti Malhotra)। তবে তাঁর মোবাইল পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পাকিস্তান হাই কমিশনের আধিকারিক এহসান দার ওরফে দানিশের সঙ্গে একাধিক কথোপকথনের রেকর্ড মুছে ফেলা হয়েছে। যদিও জ্যোতি এই সংযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন, তবুও তদন্তকারীদের সন্দেহ, ওই কথোপকথনেই লুকিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় তথ্য পাচারের সূত্রপুলিশ সূত্র জানায়, ভারতে চরবৃত্তির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। সেই প্রযুক্তির সাহায্যে কোন কোন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ভিডিও, চ্যাট বা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপের মাধ্যমে এসব তথ্য পাচার হতে পারে।

চিন এবং বাংলাদেশ সফরে জ্যোতি (Youtuber Jyoti Malhotra)
তদন্তে আরও জানা গিয়েছে, জ্যোতি শুধু পাকিস্তান নয়, ২০২৪ সালের পর চিন এবং বাংলাদেশ সফরও করেছেন (Youtuber Jyoti Malhotra)। ২০২৩ সালের এপ্রিলে তিনি ৩২৪তম বৈশাখী উৎসবে অংশ নিতে প্রথমবার পাকিস্তান যান। ২০২৪ সালে দীর্ঘ ২০ দিনের সফরে ফের পাকিস্তানে যান এবং সেই বছরই চিনে সফর করেন। এ বছরের মার্চ মাসেও তিনি ফের পাকিস্তানে যান। একাধারে পাকিস্তান, চিন এবং বাংলাদেশ সফরের বিষয়টি গোয়েন্দাদের চোখে সন্দেহজনক হিসেবে বিবেচিত হচ্ছে।

সীমান্তবর্তী নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ (Youtuber Jyoti Malhotra)
এই ঘটনাকে কেন্দ্র করে দেশের সাইবার নিরাপত্তা এবং সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী ব্যক্তিত্বদের কার্যকলাপ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে (Youtuber Jyoti Malhotra)। একজন ইউটিউবার কীভাবে এতবার আন্তর্জাতিক সফর করেছেন, এবং সীমান্তবর্তী নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করেছেন—এ সব বিষয় ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা তুঙ্গে।বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা আরও একবার প্রমাণ করে, শুধু সামরিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, সোশ্যাল মিডিয়া প্রভাবশালীরাও এখন শত্রু দেশের টার্গেটে পরিণত হচ্ছেন। জ্যোতির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে, এটি ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় সতর্কবার্তা হয়ে উঠবে।তদন্ত এখনো চলমান। ভবিষ্যতে আরও তথ্য উঠে আসার সম্ভাবনা প্রবল। জ্যোতির মুছে ফেলা কথোপকথন উদ্ধার হলে হয়তো গোটা কাহিনির আসল রূপরেখা প্রকাশ্যে আসবে (Youtuber Jyoti Malhotra)।