Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের সঙ্গে সীমান্তবর্তী তিনটি স্থলবন্দর পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল বাংলাদেশ(Bangladesh Land Port)। এর মধ্যে দু’টি বন্দর পশ্চিমবঙ্গের লাগোয়া, অপরটি মিজোরাম সীমান্তে। পাশাপাশি হবিগঞ্জ জেলার বাল্লা স্থলবন্দরের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
কোন কোন বন্দর বন্ধ হচ্ছে ? (Bangladesh Land Port)
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দফতরে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়(Bangladesh Land Port)। সরকারি ঘোষণায় জানানো হয়েছে—
- চিলাহাটি স্থলবন্দর (নীলফামারি) : কোচবিহারের হলদিবাড়ি সীমান্তের কাছে
- দৌলতগঞ্জ স্থলবন্দর (চুয়াডাঙা) : নদিয়ার মাজদিয়া সীমান্ত সংলগ্ন
- তেগামুখ স্থলবন্দর (রাঙামাটি) : মিজোরাম সীমান্তের কাছাকাছি
এছাড়া হবিগঞ্জ জেলার বাল্লা স্থলবন্দর আপাতত স্থগিত রাখা হয়েছে।
সিদ্ধান্তের পেছনের কারণ কী? (Bangladesh Land Port)
বাংলাদেশ সরকারের দাবি, বেশিরভাগ স্থলবন্দর কার্যত ‘নিষ্ক্রিয়’(Bangladesh Land Port)। সেখানে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় বাণিজ্যিক কার্যক্রম চালানো সম্ভব হয় না। অথচ এসব বন্দরে সরকারি কর্মচারী নিয়োগ এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর বিপুল খরচ হয়। ফলে করদাতার অর্থ অপচয় এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইউনূস (Muhammad Yunus) সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, “দেশের অধিকাংশ স্থলবন্দরই অলাভজনক। বাস্তবে বাণিজ্যিক কার্যক্রম গড়ে না উঠলেও অতীতে রাজনৈতিক বিবেচনায় এসব বন্দর অনুমোদন দেওয়া হয়েছিল।”

আরও পড়ুন : Russia Ukraine War : রাশিয়ার হামলায় ডুবে গেল ইউক্রেনের নৌবাহিনীর জাহাজ, এক নাবিক নিহত
ভারতের উপর প্রভাব কতটা ? (Bangladesh Land Port)
চিলাহাটি ও দৌলতগঞ্জ বন্দর পশ্চিমবঙ্গ সীমান্তের কাছে হওয়ায় ভারতের সঙ্গে লেনদেনের ক্ষেত্রেও এদের ভূমিকা ছিল(Bangladesh Land Port)। তবে বাংলাদেশ সরকার মনে করছে, এই বন্দরগুলির বাণিজ্যিক কার্যক্রম সীমিত থাকায় বন্ধ হয়ে গেলে ভারতের উপর বড় কোনও প্রভাব পড়বে না।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত সরকার স্থলপথে বাংলাদেশের একাধিক পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল। এর মধ্যে ছিল রেডিমেড পোশাক, ফল, সুতো ও কাঠের আসবাবপত্র। ফলে বাংলাদেশের সিদ্ধান্তে ভারতের বাণিজ্যে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।

আরও পড়ুন : Daruma Doll Gift To Modi : জাপান সফরে দারুমা পুতুল উপহার পেলেন প্রধানমন্ত্রী মোদি! কী এই পুতুল?
ভবিষ্যতে আরও বন্দর বন্ধ হতে পারে (Bangladesh Land Port)
সরকারি সূত্রে খবর, আরও চারটি স্থলবন্দর বন্ধ করার বিষয়ে আলোচনা চলছে। তবে সেগুলি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশের এই পদক্ষেপকে দেশীয় অর্থনীতি বাঁচাতে প্রয়োজনীয় বলে মনে করা হলেও আন্তর্জাতিক বাণিজ্যে এর প্রভাব কতটা হবে, তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।