ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যুবরাজ এক্স-এ গিলের প্রশংসা করেন (Yuvraj Singh Blazing Post)। তার অধিনায়কত্বের জন্যও প্রশংসা করেন কারণ অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে চারটি সেঞ্চুরি করা প্রথম খেলোয়াড় গিল।
ভারতীয় দল দেখাল ‘সিরিয়াস টেম্পারামেন্ট’ (Yuvraj Singh Blazing Post)
ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী তারকা যুবরাজ সিং ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ড্র করার জন্য ভারতীয় দলের প্রশংসা করেছেন (Yuvraj Singh Blazing Post)। তিনি বলেছেন, “এটা সাধারণ ড্র নয়, এটা ছিল মানসিক দৃঢ়তার এক বড় উদাহরণ।” প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩১১ রানের বিশাল লিডের জবাবে ভারতের শুবমান গিল, রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত তিনটি শতরান করে ম্যাচটিকে ড্র করে সিরিজে দলকে জীবিত রাখে। এখন সিরিজের ফল ১-২, এবং আগামী ৩১ জুলাই থেকে ওভালে শুরু হওয়া শেষ টেস্টে ভারত সিরিজ বাঁচানোর সুযোগ পাবে।
যুবরাজের টুইটে প্রশংসা গিল-রাহুল-জাডেজা-সুন্দর-রুটের (Yuvraj Singh Blazing Post)
এক্স (আগের টুইটার)-এ যুবরাজ লেখেন, “এভাবে টেস্ট ম্যাচ বাঁচানো যায় না যদি না মানসিক দৃঢ়তা থাকে। বিশেষ করে এমন ম্যাচে যেখানে একটুও সুযোগ সহজে পাওয়া যায় না! শুবমান গিল অধিনায়কের দায়িত্বে নিজের প্রথম সিরিজেই চারটি শতরান করে ইতিহাস গড়েছে। কেএল রাহুল দলের জন্য নিজের প্রয়োজনীয়তা আবারও প্রমাণ করেছে। জাদেজা ও সুন্দর দুর্দান্ত ধৈর্য আর সাহসিকতা দেখিয়েছে। ম্যাচ হাতছাড়া হতে দেননি। সিরিজ এখনো জীবিত!”
তিনি আরও বলেন, “রুটকেও অভিনন্দন, রিকি পন্টিংকে টপকে তিনি এখন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।”
প্রথম ইনিংসে ইংল্যান্ডের আধিপত্য, কিন্তু ভারতের শুরু ভালো (Yuvraj Singh Blazing Post)
ম্যাচে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারত প্রথম ইনিংসে তোলে ৩৫৮ রান। যশস্বী জয়সওয়াল ৫৮, সাই সুদর্শন ৬১ এবং ঋষভ পন্ত ৫৪ রান করেন। ইংল্যান্ডের হয়ে বেন স্টোকস ৫টি উইকেট নেন। আর্চার পান ৩টি উইকেট। ইংল্যান্ডের ইনিংসে জ্যাক ক্রলি (৮৪), বেন ডাকেট (৯৪), জো রুট (১৫০) এবং স্টোকস (১৪১) রানের ইনিংসে ভর করে দল তোলে ৬৬৯ রান। ভারতের হয়ে জাডেজা ৪টি, বুমরাহ ২টি উইকেট নেন। ইংল্যান্ড পায় ৩১১ রানের লিড।
আরও পড়ুন: Possible Indian XI for Final Test: পঞ্চম টেস্টে চার পরিবর্তন? নেই পন্থ-বুমরাহ, ফিরছেন আকাশ-অর্শদীপ!
দ্বিতীয় ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের অসাধারণ লড়াই
চতুর্থ ইনিংসে ভারত ০ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। কিন্তু কেএল রাহুল (৯০) ও অধিনায়ক গিল (১০৩) তিন সেশনে ব্যাট করে ১৮৮ রানের পার্টনারশিপ গড়েন। এরপর জাডেজা (১০৭) ও সুন্দর (১০১) অপরাজিত থেকে ম্যাচটি ড্র করে দেন। ভারত দ্বিতীয় ইনিংসে করে ৪২৫/৪, এবং ম্যাচটি শেষ হয় ড্রয়ে।
এখনও বেঁচে আছে সিরিজ, ওভালে শেষ লড়াই
এই ড্রয়ের ফলে সিরিজ এখনো ১-২ ব্যবধানে রয়েছে ইংল্যান্ডের পক্ষে। সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ৩১ জুলাই, লন্ডনের ওভালে। সেই ম্যাচ জিতলে ভারত সিরিজ সমতায় আনতে পারবে।