ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জেরে নিরাপত্তা বাড়ল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। এতদিন শিক্ষামন্ত্রী Y ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। এবার থেকে Z ক্যাটাগরির নিরাপত্তা পাবেন ব্রাত্য বসু।
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে, তাতে অসুস্থ হয়ে পড়েছিলেন ব্রাত্য বসু। বিশ্ববিদ্যালয় চত্বরে চরম বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকে। সেই যাদবপুর-কাণ্ডের পরই নিরাপত্তা বাড়ানো হল ব্রাত্য বসুর (Bratya Basu)।
আরও পড়ুন: Mamata Banerjee: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে চলেছেন মমতা, মার্চেই লন্ডন সফর
শিক্ষামন্ত্রীকে ঘিরে উত্তেজনা যাদবপুরে (Bratya Basu)
গত ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ছিল। অভিযোগ, ওইদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। ছাত্র সংসদ নির্বাচন-সহ একাধিক দাবিতে সুর চড়াতে থাকে তারা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছনোর আগে ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে একদল বাম ছাত্র। চলে স্লোগানিং। পালটা তাতে বাধা দেয় টিএমসিপি। দু’পক্ষের হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। তারই মাঝে শুরু হয় ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা। আচমকা সভাস্থলে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
আরও পড়ুন: Weather Update: ফের আবহাওয়া হেরফের, বৃষ্টির পূর্বাভাস কোন ৩ জেলায়?
ওয়েবকুপার একটি বৈঠকে যোগ দিতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় ব্রাত্য বসুকে (Bratya Basu)। তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মূলত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীকে ঘিরে আন্দোলন করছিলেন ছাত্ররা। অভিযোগ ওঠে, বিক্ষোভ চলাকালীন ভেঙে দেওয়া হয় মন্ত্রীর গাড়ির ‘লুকিং গ্লাস’। মন্ত্রী জানান, গাড়িতে ইট ছোড়া হয়। হেনস্থার জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়।
এখনও উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার দিনভর চলেছে প্রতিবাদ-আন্দোলন। মিটিং-মিছিলে পা মিলিয়েছেন অধ্যাপক থেকে পড়ুয়ারা। এই ধারাবাহিক উত্তেজনার জেরে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়ল বলে খবর।