ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার জম্মু-কাশ্মীরে সুড়ঙ্গ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Z-Morh Tunnel)। সদ্য নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল জ়েড-মোড় সুড়ঙ্গটি। সেই জ়েড-মোড় সুড়ঙ্গ উদ্বোধন করতেই জম্মু-কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী।
জ়েড-মোড় সুড়ঙ্গ (Z-Morh Tunnel)
সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই জ়েড-মোড় সুড়ঙ্গ (Z-Morh Tunnel)। সুড়ঙ্গটি প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ। জ়েড-মোড় সুড়ঙ্গের মূল অংশ ছাড়াও রয়েছে দ্বিতীয় আরও একটি সুড়ঙ্গ ও আশপাশের রাস্তা। ২০২৮ সালে জোজি লা সুড়ঙ্গও তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন,ঐ সুরঙ্গটি তৈরি হয়ে যাওয়ার ফলে কাশ্মীর ও লাদাখের মধ্যে পথের দূরত্ব ৪৯ কিলোমিটার থেকে কমে হবে ৪৩ কিলোমিটার। অন্য দিকে গাড়ি সহ অন্যান্য যানবাহনের গতিও বেড়ে যাবে এই দুটি সুরঙ্গ তৈরি হয়ে যাওয়ার পর। সেক্ষেত্রে গতি ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে বেড়ে হবে ৭০ কিলোমিটার।
সব ঋতুতে যোগাযোগ (Z-Morh Tunnel)
সোমবার এই জ়েড-মোড় সুড়ঙ্গটি (Z-Morh Tunnel) উদ্বোধনের পর সব ঋতুতেই কাশ্মীর ও লাদাখের মধ্যে যোগাযোগের পথ খুলে যাবে। আগে শীতের মরসুমে কাশ্মীর ও লাদাখের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। যোগাযোগের মাধ্যম ছিল শুধুমাত্র বিমান ও হেলিকপ্টার। এবার সেই অসুবিধা থেকে মুক্তি পেতে চলেছে লাদাখ। এবার সেনার রসদ সরবরাহ করার কাজও অনেক দ্রুত করা যাবে বলে মনে করা হচ্ছে।
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সোমবার সকালে প্রধানমন্ত্রী পৌঁছালেন এই জ়েড-মোড় সুড়ঙ্গটি উদ্বোধন করতে।তারপর সেখানে সুরঙ্গের মধ্যে গাড়িতে করে ঘুরে দেখলেন।এরপর নবনির্মিত এই সুরঙ্গটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচি ছিল পূর্ব পরিকল্পিত। সেই জন্যেই এই সুরঙ্গের উদ্বোধনের বাড়তি নিরাপত্তা ও সতর্কতা নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীরের সরকারের তরফেও।
প্রস্তুতি খতিয়ে দেখেছিলেন ওমর আবদুল্লা
সদ্য নির্মিত জ়েড-মোড় সুড়ঙ্গ উদ্বোধন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে প্রস্তুতি খতিয়ে দেখেছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। আর সমাজমাধ্যমে তাঁর পোস্ট করা ছবি দেখে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, তিনি সুড়ঙ্গ উদ্বোধন করতে উদগ্রীব। রাজনীতিক বিশ্লেষকদের মতে, আপাতত দিল্লির সঙ্গে সহযোগিতার নীতি নিয়ে চলতে চাইছেন ওমর আবদুল্লা।
সুবিধা হবে সেনাবাহিনীর
এই সুরঙ্গ তৈরি হলে এক দিকে যেমন সুবিধে হবে সেনাবাহিনীর তেমনই অন্য দিকে জম্মু-কাশ্মীরের সামাজিক-সাংস্কৃতিক যোগ বাড়বে। আর্থিক বৃদ্ধিও হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জ়েড-মোড় সুড়ঙ্গের মাধ্যমে সোনমার্গের সঙ্গে যুক্ত হবে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল। ফলে স্কি রিসর্ট হিসেবে সোনমার্গের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
পূর্ণ রাজ্য হবে জম্মু-কাশ্মীর
কিছু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কিছু দিনের মধ্যেই জম্মু-কাশ্মীর পূর্ণ রাজ্যে পরিণত হবে। কেন্দ্রের কাছ থেকে এমনই আশ্বাস পেয়েছেন ওমর আবদুল্লা। এমন সময়ে জম্মু-কাশ্মীরে মোদীর সুরঙ্গ উদ্বোধনে যাওয়া বেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিরোধী জোট ইন্ডিয়া মঞ্চের সদস্য ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর । কিন্তু তা হলেও শ্রীনগরের মসনদে বসার পর থেকে ওমর আবদুল্লা দিল্লির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেই আগ্রহ দেখিয়েছেন।