Last Updated on [modified_date_only] by
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সংগীত জগতে বিরাট নক্ষত্র পতন। প্রয়াত হলেন কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন। রবিবার সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ওস্তাদ জাকির হুসেন। শারীরিক অসুস্থকার কারণেই মৃত্যু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করলেন বাংলার সংগীত শিল্পীরা।
প্রয়াত ওস্তাদ জাকির হুসেন। আচমকাই তাঁর মৃত্যুর খবরে শোকাহত বাংলার সংগীত শিল্পীরা। কলকাতায় এই সময়ে এক অনুষ্ঠানে তাঁর আসার কথা ছিল। তবে তাঁর শারীরিক অসুস্থতার কারণে সেই অনুষ্ঠান বাতিল হয়ে যায়। যা গিয়েছে, হৃদযন্ত্র ফুসফুসের অসুস্থায় দু-সপ্তাহ ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। তাঁর এর প্রয়ানে শোকপ্রকাশ জানালেন বাংলার সংগীত শিল্পীরা।
সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা জানিয়েছেন, ‘আমার জন্য এই সময়টা বিশেষ করে খারাপ যাচ্ছে’। ‘আমার সেজোভাইও শনিবার আমাদের ছেড়ে চলে গিয়েছে’। ‘হার্টের অপারেশন করতে গিয়ে মারা গিয়েছে’। তারপর জাকিরের খবর পেয়ে আমি খুবই শোকাহত। আমাদের দেশের সম্পদ ওস্তাদ জাকির। ‘খুব বড় মনের মানুষ ছিল’। ‘বড় মনের মানুষ না হলে ঈশ্বরের জায়গায় যেতে পারে না’।
আরও পড়ুন: Tentulpataa Serial Update: ছোট পর্দায় ফিরছেন রোশনি, ‘তেঁতুলপাতা’য় নায়িকার মুখ বদল!
সংগীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায় বলেছেন, ভদ্র ও মজার একজন মানুষকে হারিয়েছি। তবলা বিষয়ক ও ইন্ডিয়ান ক্লাসিক্যাল গান বিষয়ক এই বিষয়টাকে যারা পৃথিবীর বুকে পৌঁছেছেন তাদের মধ্যে সেরার সেরা হল ওস্তাদ জাকির । ‘ জাকির জি কত বড় বাদ্যশিল্পী সেটা আমরা সকলে জানি’।
শোকাহত সংগীত শিল্পী অন্বেষা দত্ত গুপ্ত। ঘটনাচক্রে রবিবারই ছিল তাঁর জন্মদিন। ‘হঠাৎ করে জাকির হুসেনের মৃত্যুর খবর পেয়ে আমি অবাক হয়ে গিয়েছিলাম’। ‘ওনার মতো লেজেন্ডের বেঁচে থাকা আরো দরকার ছিল’।
‘ওনার মতো শিল্পীরা কোনোদিনও হারাবে না’। জাকির হুসেন আমাদের মধ্যে না থাকলেও ওনার কাজ গুলো স্মরণীয় হয়ে থাকবে। বললেন সংগীত শিল্পী রথিজিৎ ভট্টাচার্য। ‘আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে একবার ওনার পায়ের কাছে গিয়ে বসার’। তিনি আরো জানিয়েছেন, ওনার সঙ্গে একটি সময় কাঁটানোর সুযোগ এই জন্মে আর হল না। সারা বিশ্বের সংগীত জগতে বিরাট নক্ষত্র পতন ঘটলো। বললেন সংগীত শিল্পী স্যাভি।
আরও পড়ুন: Raj Chakrabarty: ‘খাদান’ নাকি ‘সন্তান’? ইঙ্গিত বলছে বড়দিনে হবে ধুন্ধুমার লড়াই
সংগীত শিল্পী পৌষালি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ছন্দের জাদুকর ছিলেন ওস্তাদ জাকির হুসেন। তবলা এবং জাকির হুসেন একে ওপরের সঙ্গে একাত্তর হয়ে গিয়ে একটা সৃষ্টি। ‘সৃষ্টি থাকলে তার ধ্বংসও আছে’। জাকির হোসেনের সৃষ্টি করা গান চির স্মরণীয় হয়ে থাকবে। সেটাকে অনুকরণ ও অনুসরণ করেই আমরা চলবো । ওস্তাদের মৃত্যুতে শোকের ছায়া সংগীত মহলে। সংগীত জগতে তাঁর অবদান হয়ে থাকবে চির স্মরণীয়।