Last Updated on [modified_date_only] by Megha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবার জবাব দিলেন নিউ ইয়র্কের মেয়র পদের ডেমোক্র্যাটিক প্রার্থী তথা ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি(Zohran Mamdani)।মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) অভিযানের বিরোধিতা করেছেন জোহরান মামদানি। এর জেরে তাঁকে গ্রেফতার ও তদন্তের হুমকি দিয়েছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের হুমকি (Zohran Mamdani)
স্থানীয় সময় মঙ্গলবার ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে ট্রাম্প বলেন, ‘মামদানি যদি আইসিইর কর্মকর্তাদের আটক ও নির্বাসনের কাজে বাধা দেন, তাহলে আমাদের তাকে গ্রেফতার করতে হবে(Zohran Mamdani)।’ এ সময় মামদানি অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলে দাবি করেন ট্রাম্প।ট্রাম্প বলেন, ‘আমরা বিষয়টা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি এবং অনেকেই বলছে যে তিনি অবৈধভাবে এখানে আছেন। আমরা সব কিছুই দেখব।’ এর আগে রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলস অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে মামদানির নাগরিকত্ব বাতিল ও তাঁকে নির্বাসনের অনুরোধ জানান।

কড়া জবাব জোহরান মামদানির (Zohran Mamdani)
যদিও মার্কিন প্রেসিডেন্টের এই দাবি ভিত্তিহীন বলছেন মামদানি(Zohran Mamdani)। ছোটবেলায় পরিবার-সহ আইনগতভাবে উগান্ডা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন বলে জানান তিনি।এক বিবৃতিতে মামদানি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট আমাকে গ্রেফতার, নাগরিকত্ব বাতিল, ডিটেনশন ক্যাম্পে পাঠানো এবং দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। শুধু এ কারণে যে, আমি আইস এজেন্টদের আমাদের শহরে ভয় সৃষ্টি করতে দেব না। আমি কোন আইন ভাঙিনি, তবুও প্রেসিডেন্ট আমাকে হুমকি দিচ্ছেন, কারণ আমি আমাদের শহরকে আইসিইর ভয়ের রাজত্ব থেকে রক্ষা করতে চাই।’ তিনি আরও বলেন, এই বক্তব্য শুধু আমাদের গণতন্ত্রের ওপর আক্রমণ নয়, বরং নিউইয়র্কবাসীর জন্য একটি বার্তা। আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে তারা আপনাকে টার্গেট করবে।আমরা এই ভয় দেখানো মেনে নেব না।’
আরও পড়ুন-Elon Musk: সংঘাতের মাঝেই মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা ‘খামখেয়ালি’ টেসলা কর্তার
ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা (Zohran Mamdani)
ট্রাম্প নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামসের প্রশংসাও করেছেন(Zohran Mamdani)। তিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ না নিয়ে নির্দল প্রার্থী হিসেবে পুনর্নির্বাচনের পথে আছেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অ্যাডামস খুব ভালো মানুষ। অ্যাডামসের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ট্রাম্প প্রশাসন প্রত্যাহার করেছিল।’ট্রাম্প বলেন, অ্যাডামস সমস্যায় পড়েছিলেন, এবং তাঁর বিরুদ্ধে অন্যায়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন নিউইয়র্ক এত অভিবাসী নিতে পারবে না, আর পরদিনই তাকে অভিযুক্ত করা হয়। এই প্রসঙ্গে মামদানি বলেন, ট্রাম্পের অ্যাডামসের প্রতি প্রশংসা ‘আশ্চর্যজনক নয়’, বরং প্রমাণ করে যে এখনই অ্যাডামসের মেয়াদ শেষ হওয়া জরুরি। তিনি অ্যাডামসকে ‘ট্রাম্পের বিভাজন, বিভ্রান্তি ও ঘৃণার প্রতিধ্বনি’ বলে তীব্র নিন্দা করেছেন।

কে জোহরান মামদানি? (Zohran Mamdani)
বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায়(Zohran Mamdani)। তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা। অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর জেহরান নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছে। সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান।
