Chandannagar: ফুটবল ও মিষ্টি অসাধারণ মেলবন্ধন !

বাঙালি ফুটবল প্রিয়, বাঙালি মিষ্টি প্রেমি

বাঙালি ফুটবল প্রিয়, বাঙালি মিষ্টি প্রেমি। বাঙালির  ফুটবল ও মিষ্টি দুই পছন্দের জিনিসের মেলবন্ধন ঘটিয়েছে চন্দননগরের প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান। মেলবন্ধনের নেপথ্যে রয়েছে কিন্তু অবশ্যই ফুটবল বিশ্বকাপ। মিষ্টি দিয়ে তৈরি করে ফেলেছেন দুই ফুট উচ্চতার এমবাপের একটি সন্দেশ। ফ্রান্স জিতলে যা উৎসর্গ করা হবে চন্দননগর কে। 


সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ফুটবলের সাথে বাঙালির ভালোবাসা বহু প্রাচীন সময় ধরে। ফুটবল বিশ্বকাপ আসলে সেই উন্মাদনা আরো একধাপ এগিয়ে আসে। আগামী ১৮ তারিখ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। দেশ সুরে আর্জেন্টিনার সমর্থক কম নেই তবে পিছিয়ে নেই ফ্রান্সের সমর্থকরাও। ফ্রান্সকে নিয়ে বিশ্বকাপে উন্মাদনা গোটা চন্দননগর জুড়ে। এইবার নিজের পছন্দের প্রিয় দলের প্রিয় প্লেয়ারকে সন্দেশের মধ্যে রূপায়িত করলেন চন্দননগরের এক প্রসিদ্ধ মিষ্টান্ন দোকান। প্রায় দু ফুটের এমবাপের সন্দেশ বানিয়ে ফেলেছেন তারা।  ৬ ঘন্টার অক্লান্ত পরিশ্রমে নিপুন শিল্পকলা ফুটিয়ে তুলেছেন ধনঞ্জয় দাস।

প্রিয় দল ও প্রিয় প্লেয়ারের প্রতি সমর্থন জানানোর জন্য তিনি তৈরি করে ফেলেছেন সন্দেশের এমব্যাপের। এই সন্দেশ তৈরি হয়েছে ক্ষীর, ছানা, কাজু বাদামের পাক, ক্ষীরের কড়া পাক দিয়ে। তিনি আশাবাদী ফাইনালে ও এমব্যাপের পা দিয়ে গোল দেখতে পাবেন তাঁরা। যদি ফ্রান্স ফাইনালে যেতে তাহলে এই মিষ্টি উৎসর্গ করা হবে চন্দননগরের নামে।