Last Updated on [modified_date_only] by
বড়দিনে আলিয়া ও শর্বরীর একসঙ্গে উপস্থিতি
যশ রাজ ফিল্মসের তৈরি স্পাই ইউনিভার্সের নতুন প্রতীক্ষিত নারীকেন্দ্রিক ছবি ‘আলফা’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘ। ছবিটি মুক্তি নির্ধারিত হয়েছে আগামী বছরের ২৫ ডিসেম্বর ২০২৫। অ্যাকশনে পরিপূর্ণ এই হলিডের জন্য প্রস্তুত থাকুন…’ পাশাপাশি ছবির পোস্টারও প্রকাশ করা হয়েছে নির্মাতাদের তরফে।
আলিয়া ভট্ট এবং শর্বরী ওয়াঘ কাশ্মীরে একটি ছবির শ্যুটিংয়ের জন্য পৌঁছেছেন। ইনস্টাগ্রামে আলিয়া সেখানকার অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের ছবি শেয়ার করেছেন, যেখানে দুই সুন্দরী একসঙ্গে দেখা যাচ্ছেন এবং পেছনে রয়েছে কাশ্মীরের অপরূপ সৌন্দর্য। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালবাসা, আলফা’। ছবির আবহে শোনা যাচ্ছে থিম মিউজিক।
চলতি বছরের জুলাই মাসে আলিয়া ভট্ট ও শর্বরী ওয়াঘ অভিনীত স্পাইভার্সের নতুন ছবির টিজার প্রকাশিত হয়। টিজারে আলিয়ার কণ্ঠ শোনা যায়, যেখানে তিনি ছবির নামের গুরুত্ব সম্পর্কে কথা বলেন। এছাড়াও ‘আলফা’র ডিজাইন সম্পর্কিত কিছু দৃশ্য দেখা যায়। টিজারের পেছনে কণ্ঠে বলা হয়, ‘গ্রিক অ্যালফাবেটের প্রথম অক্ষর, এবং আমাদের প্রোগ্রামের লক্ষ্য। সবার আগে, সবচেয়ে দ্রুত। মনোযোগ দিয়ে দেখলে, প্রতিটি শহরে একটি করে জঙ্গল রয়েছে। আর সেই জঙ্গলে চিরকাল রাজত্ব করবে… আলফা।’