ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জী পরিচালিত ছবি টেক্কা (Tekka Movie)। ছবিতে অসহায় চাকরি হারা এক বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে দেবকে (superstar dev)। ছবিতে দেবের চরিত্র মনে করিয়ে দেয় আমাদের দেশে অসহায় বাবাদের কথা। তাদের পরিবারের মানুষের কথা।
গরিবের পেটে লাথি! (Tekka Movie)
পেটের জ্বালা বড় জ্বালা। পেটের দায়ে মানুষ অনেক কিছুই করতে বাধ্য হয়। তবে গরিব হয়ে জন্মানো কিছু ভুলের নয়। আবার গরিবদের পেটে লাথি মারাও অন্যায় (Tekka Movie)। ধনী, প্রভাবশালী ব্যক্তিরা কখনোই ভাবেন না সেই গরিব মানুষদের কথা। দু-মুঠো অন্যের জন্য দিনরাত পরিশ্রম করতে হয় তাদের। তারপরে হয়তো দিনের শেষে কাজের পারিশ্রমিক পান। পরিবারের মানুষদের অন্ন তুলে দেন। কিন্তু যখন গরিবদের অন্ন কেড়ে নেওয়া হয়, তখন কি একবার কেউ ভাবে তাদের কথা? তাদের পরিবারের কথা? গরিব মানুষের চেহারা? হয়তো না। সেই মুখ মনে রাখতে অন্য পন্থা বাছতে হল ইকলাখ আলমকে। চুরি করতে হল ৮ বছরের শিশুকে।
ইকলাখ আলমের পরিচয় কী? (Tekka Movie)
কিন্তু কে এই ইকলাখ আলম (iqlakh alam)? কি বা তাঁর পরিচয়? ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জী পরিচালিত ছবি টেক্কা (Tekka Movie)। এতদিনে বাংলা টেলিভশন জগতে একটি মুখ্য স্থান অর্জন করেছে ছবিটি। ছবিটিতে মূল ভূমিকায় রয়েছেন দেব। যার নাম ইকলাখ আলম। রয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এবং টোটা রায় চৌধুরী।
আরও পড়ুন: Lagnajita Chakraborty: বিভ্রান্তি দিয়ে শুরু লগ্নজিতার নতুন বছর, কী ভাবাচ্ছে তাঁকে?
৮ বছরের বাচ্চা চুরি!
শহরের এক প্রাইভেট কোম্পানিতে দরিদ্র দারোয়ানের কাজ করতো ইকলাখ আলম। লিফটে নামার সময় অফিসেরই এক উচ্চ পদস্থ পদে কর্মরত কর্মীর সঙ্গে বচসা বেঁধে যায়। তারপর কাজ থেকে বের করে দেওয়া হয়। পেটের দায়ে ও ছেলের পড়াশোনার খরচ চালাতে ব্যর্থ হয় ইকলাখ। সেই রাগ নিয়ে স্কুলের সামনে থেকে এক বাচ্চাকে চুরি করে নিয়ে পালায়। সবাই দৌড়োতে থাকে তাঁর পেছনে।
চাকরি ফেরানোর কাতর আর্জি
বাচ্চাটিকে নিয়ে গিয়ে ওঠে ওই প্রাইভেট কোম্পানির ৯ ফ্লোরের কনফারেন্স রুমে গিয়ে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পরে। শিশুটিকে উদ্ধার করার জন্য পাঠানো হয় রুক্মিণী ওরফে এসিপি মায়ার নেতৃত্বে থাকা ক্রাইম ব্রাঞ্চের পুলিশ অফিসার দের। পুলিশের সঙ্গে কথাও হয় ইকলাখের। তখন ইকলাখ জানায়, তাঁর কোনো মুক্তিপনের দাবি নেই, সে তাঁর চাকরি ফিরে পেতে চায়।
আরও পড়ুন: Stree 3: আসছে শ্রদ্ধার ‘স্ত্রী ৩’, বক্স অফিসে খেল দেখাবে হরর কমেডি
সাধারণ বাবার আর্তনাদ
দেবের চরিত্রে প্রকাশ এক অসহায় বাবার আর্তনাদ। পেটের খিদে। ছেলের পড়াশোনার দায়িত্ব।
মানসিক এই চাপ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে এই কাজ করতে বাধ্য হয়েছেন তিনি।