ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৃহস্পতিবার সন্ধ্যায় তারকা খচিত স্পেশাল স্ক্রিনে (Dev–Rukmini) দেবকে সঙ্গে নিয়ে খাদান দেখলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। খাদান নিয়ে বেশ আগ্রহী ছিলেন তিনি। সাংবাদিকদের ক্যামেরা বন্দি হওয়ার পর প্রকাশ্যে তাঁর অনুভূতি। বেশ খোস মেজাজেই ছিলেন দেব-রুক্মিণী।
আবারও একসঙ্গে দেখা গেল দেব-রুক্মিনীকে (Dev-Rukmini)
সব জল্পনা উড়িয়ে দিয়ে আবারও একসঙ্গে দেখা গেল দেব-রুক্মিনীকে (Dev-Rukmini)। খাদানের প্রোমোশনের সময় দেবের পাশে একবারের জন্যও দেখা যায়নি রুক্মিণী মৈত্রকে। নেটিজেনরা এ কথাও বলতে ছাড়েন নি ‘ইধিকা কে নিয়ে বেশি মাতামাতি করছেন দেব, রুক্মিণী হয়তো দেবকে আনফলো করে দিয়েছেন। তবে এসব একেবারেই ভুল। আগেই জানিয়েছিলেন দেব। বলেছিলেন, যেই সম্পর্ক আমাদের আছে সময়ের সঙ্গে সঙ্গে আরও স্ট্রং হয়েছে আরও মজবুত হয়েছে। আমাদের ব্যক্তিগত জায়গায় আমরা খুব ভালো আছি।
রুক্মিনীর ছবির প্রযোজক দেব (Dev-Rukmini)
ক্যামেরার সামনে ধরা দিলেন দেব-রুক্মিণী (Dev-Rukmini)। ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রুক্মিণী অভিনীত ছবি বিনোদিনী। ছবির প্রযোজক দেব। তাই ছবি নিয়ে ব্যস্ততার মাঝে খাদানের প্রমোশনে দেখা যায়নি রুক্মিনীকে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবকে সঙ্গে নিয়ে তারকা খচিত স্পেশাল স্ক্রিনে খাদান দেখলেন চুটিয়ে। এদিন দেব-রুক্মিণীকে বেশ লাগছিলো দেখতে। দেব পড়েছিলেন সাদা সংয়ের শার্ট ও কালো প্যান্ট। তবে শার্টে আবার কালো রংয়ের আঁকিবুকি ছিল। রুক্মিণীর পরনে ছিল লাল রংয়ের ব্লেজার এবং লাল রংয়ের প্যান্ট। ক্যামেরার সামনে দেব হাতও ধরে রেখেছিলেন রুক্মিনীর।
আরও পড়ুন: Tekka Movie: অসহায় চাকরি হারা বাবা! টেক্কায় ‘অসহায় বাবার’ চরিত্রে দেব
খাদান নিয়ে আগ্রহী ছিলেন রুক্মিণী মৈত্র
খাদান নিয়ে অনেকটা আগ্রহী ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সাংবাদিকদের ক্যামেরা বন্দি হওয়ার পর প্রকাশ্যে এসেছে তাঁর অনুভূতি। বললেন, অনেক দিন ধরে ইচ্ছে ছিল খাদান দেখার। কিন্তু, শুটিংয়ের ব্যস্ততার মাঝে সময় হয়ে ওঠেনি। এমনকি খাদান দেখার জন্য সিনেমা হলের টিকিটও পাওয়া যাচ্ছিলো না। খুব রাগ হত যে টিকিট পাওয়া যাচ্ছিলো না কিন্তু, তাঁর থেকেও বেশি খুশি হতাম খাদান যেভাবে হাউসফুল চলছিল। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা শো হাউসফুল। বললেন অভিনেত্রী নিজেই।
আরও পড়ুন: Lagnajita Chakraborty: বিভ্রান্তি দিয়ে শুরু লগ্নজিতার নতুন বছর, কী ভাবাচ্ছে তাঁকে?
হলে নাচলেন রুক্মিনী
রুক্মিণী উৎসাহ প্রকাশ করে আরো বললেন, ‘ছবি দেখার সময় আমি একটু হলেও সিনেমা হলে নেচেছি ‘। আমি সবসময় সাপোর্ট করে এসেছি। খাদানে দেব, যীশু, বরখা, ইধিকা, স্নেহা সবাই দারুন কাজ করেছে। এমনকি জন অসাধারণ। আমি আবারও এর পরের পার্ট দেখতে খুবই আগ্রহী।
সঙ্গে ছিলেন ইধিকা
বেশ হাসিখুশি মেজাজেই দেখা গিয়েছে তাদের। এমনকি সেখানে খাদান ছবির নায়িকা ইধিকা পালকেও দেখা গিয়েছে, হালকা গোলাপি রংয়ের শাড়িতে। খোলা চুলে দারুন লাগছিল তাকেও। একই ভাবে ছিলেন জন ভট্টাচার্য। সাদা বদ্ধ রংয়ের জ্যাকেটে বেশ লাগছিল তাকে। ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশানি মুখার্জি, টোটা রায় চৌধুরী এবং খাদানের অন্যান্য সব কলা কুশলীরা।