Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার (এলসিএইচ) ‘প্রচণ্ড’ এবার আরও আধুনিক ও শক্তিশালী হয়ে উঠতে চলেছে(HAL Combat Helicopter)। হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) প্রায় ৬২,৭০০ কোটি টাকার প্রকল্পের মাধ্যমে এই যুদ্ধ হেলিকপ্টারকে অত্যাধুনিক সরঞ্জাম ও ক্ষমতায় সজ্জিত করবে। এর ফলে ভারতীয় সেনা ও বায়ুসেনার যুদ্ধ-ক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
বিপুল অর্ডার ও ডেলিভারি পরিকল্পনা (HAL Combat Helicopter)
মোট ১৫৬টি প্রচণ্ড হেলিকপ্টার তৈরি হবে—যার মধ্যে ৯০টি ভারতীয় সেনার জন্য এবং ৬৬টি ভারতীয় বায়ুসেনার জন্য(HAL Combat Helicopter)। এই অর্ডারটি গত ২৮ মার্চ মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির (সিসিএস) অনুমোদনের পর চূড়ান্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে হালের চুক্তি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে।
সূত্র অনুযায়ী, উন্নত সংস্করণের হেলিকপ্টার সরবরাহ শুরু হবে ২০২৭-২৮ সাল থেকে এবং পুরো অর্ডার শেষ হবে ২০৩৩ সালের মধ্যে।
নতুন প্রজন্মের ৭টি আধুনিক ব্যবস্থা(HAL Combat Helicopter)
এই হেলিকপ্টারের নতুন সংস্করণে থাকছে (HAL Combat Helicopter)সাতটি আধুনিক যুদ্ধ ব্যবস্থা—
- দেশীয় এয়ার-টু-গ্রাউন্ড মিসাইল
- লেজার-গাইডেড রকেট
- আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুইট
- পারমাণবিক শনাক্তকরণ সক্ষমতা
- সুরক্ষিত ডেটা লিঙ্ক যোগাযোগ ব্যবস্থা
- বাধা শনাক্ত ও এড়িয়ে যাওয়ার প্রযুক্তি
- ডিরেক্টেড ইনফ্রারেড কাউন্টারমেজারস

আরও পড়ুন : Indian Railway Reservation : অনলাইনে রেলের টিকিট বুকিং-এ প্রথম ১৫ মিনিট বাধ্যতামূলক আধার কার্ড!
চারটি গুরুত্বপূর্ণ আপগ্রেড
এর পাশাপাশি চারটি বড়সড় (HAL Combat Helicopter)আপগ্রেড যুক্ত হচ্ছে—
- উন্নত ইলেক্ট্রো-অপটিক্যাল টার্গেটিং পড
- হেলমেট-মাউন্টেড সাইটিং সিস্টেম, যা পাইলটদের টার্গেট শনাক্তকরণ ও নিশানা ধরায় সাহায্য করবে
- সেন্সর ফিউশন প্রযুক্তি
- উন্নত নেভিগেশন সিস্টেম
বর্তমান অবস্থা
এখন পর্যন্ত ১৫টি লিমিটেড সিরিজ প্রোডাকশন (এলএসপি) হেলিকপ্টার সরবরাহ করা হয়েছে—১০টি বায়ুসেনার কাছে এবং ৫টি সেনার কাছে। এগুলিতে এয়ার-টু-এয়ার মিসাইল, রকেট ও টারেট-মাউন্টেড গান লাগানো রয়েছে।
অপারেশনাল ক্ষমতা(HAL Combat Helicopter)
প্রচণ্ড ৫,০০০ মিটারেরও বেশি উচ্চতায় সহজেই উড়তে সক্ষম। এর প্রধান মিশনগুলির মধ্যে রয়েছে—
- শত্রুপক্ষের এয়ার ডিফেন্স ধ্বংস
- ড্রোন ও স্বল্পগতির বিমান মোকাবিলা
- বাংকার ধ্বংস
- সন্ত্রাসবিরোধী অভিযান
- স্থলবাহিনীর নিকট সহায়তা
আরও পড়ুন : Sharif Meet With Trump : চলতি মাসেই ট্রাম্প-শরিফ বৈঠকের জল্পনা! কোন কোন বিষয়ে আলোচনা ?
আত্মনির্ভর ভারতের দিকে বড় পদক্ষেপ
এই প্রকল্পে যুক্ত থাকবে ২৫০টিরও বেশি দেশীয় সংস্থা এবং তৈরি হবে ৮,৫০০-রও বেশি কর্মসংস্থানের সুযোগ। কর্ণাটকের তুমকুরে হালের কারখানায় হেলিকপ্টারগুলি (HAL Combat Helicopter) তৈরি হবে। বর্তমানে প্রতি বছর ৩০টি হেলিকপ্টার তৈরির ক্ষমতা রয়েছে, প্রয়োজনে তা বছরে ১০০টি পর্যন্ত বাড়ানো সম্ভব।
এলসিএইচ ‘প্রচণ্ড’-এর এই উন্নত সংস্করণ ভারতীয় সেনাবাহিনী ও বায়ুসেনার যুদ্ধক্ষমতাকে বহুগুণ বাড়াবে। একই সঙ্গে প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে। ২০২৭ সাল থেকে শুরু হওয়া এই ডেলিভারি প্রকল্প সফল হলে ভারত বিশ্ব মঞ্চে প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও শক্তিশালী অবস্থান নেবে।