ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে মালদহেয় নির্বাচনী প্রচারে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন দলের বিরুদ্ধে গিয়ে যারা নির্দল থেকে দাঁড়াবে তাদের দলে নেওয়া হবে না। কিন্তু বছর না ঘুরতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনজন নির্দল গ্রাম পঞ্চায়েত সদস্যকে যোগদান করানোর অভিযোগ উঠল মালদহের ইংলিশবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতিভা সিংহের বিরুদ্ধে।
এই নিয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে সংশ্লিষ্ট কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের ২২ জন তৃণমূল কংগ্রেস সদস্য এবং অঞ্চল সভাপতি। গ্রাম পঞ্চায়েতের ২২ জন সদস্য, অঞ্চল সভাপতি এবং জেলা নেতৃত্বকে না জানিয়েই এই যোগদান বলে অভিযোগ করেছেন তারা। প্রতিবাদ জানিয়ে ব্লক সভাপতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তারা।
এই নিয়ে কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের ২২ জন তৃণমূল সদস্যকে সাথে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অঞ্চল সভাপতি সত্যজিৎ চৌধুরী জানান, আমি অঞ্চল সভাপতি অথচ আমাকেও এই যোগদান সম্বন্ধে জানানো হয়নি। বিষয়টি আমরা লিখিত আকারে জেলা নেতৃত্বকে জানিয়েছি। আমরা এই যোগদান কিছুতেই মেনে নিতে পারছি না।
এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি আব্দুর রহিম বক্সি জানান, কার নির্দেশে তিনজন নির্দল সদস্যকে দলে যোগদান করানো হয়েছে তা স্পষ্ট নয়। আমাকেও এই যোগদানের বিষয়ে অন্ধকারে রাখা হয়েছে। যদিও পাল্টা দাবি করেছেন ব্লক সভাপতি প্রতিভা সিংহ। তার দাবি দলের নির্দেশ মেনেই তিনজন নির্দল সদস্যকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগে আরও একবার মালদহ জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে।