ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ৩২টি বিমানবন্দরে জারি হয়েছিল নোটাম। এবার শনিবার যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর বড় ঘোষণা করল এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া। সোমবার একটি বিবৃতি দিয়ে ঘোষণা করা হয়েছে, ১২ ই মে, সোমবার থেকে ফের চালু হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর।
চালু হল দেশের ৩২টি বিমানবন্দর (NOTAM)
পেহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত পৌঁছেছিল চরমে। ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুরের পর পাকিস্তান লাগাতার হামলা চালাচ্ছিল ভারতের উপরে। ভারত সেই আক্রমণ আটকেছে। প্রত্য়াঘাতও করেছে। পাকিস্তান ক্রমাগত ড্রোন-মিসাইল ছুঁড়ছিল, অসামরিক বিমানে হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। সেই কারণেই আগামী ১৫ মে পর্যন্ত নোটাম (NOTAM) জারি করা হয়েছিল ভারতের ৩২টি বিমানবন্দরে। তবে যুদ্ধবিরতির পর নির্ধারিত সময়ের আগেই খুলে গেল ৩২টি বিমানবন্দর। এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার ঘোষণার পর সোমবার সকাল সাড়ে দশটা থেকেই চণ্ডীগড়ের শহিদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হয়েছে। অন্যান্য বিমানবন্দরেও পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।আন্তর্জাতিক উড়ান পরিষেবাও চালু করা হচ্ছে। ২৫টি রুটই এখন সচল।
অবশেষে স্বস্তিতে যাত্রীরা (NOTAM)
ভারত-পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে যে ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল(NOTAM), তার মধ্যে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, পটিয়ালা, সিমলা, কাংড়া-গগ্গল, জৈসলমের, জোধপুর, বিকানের, পঠানকোট, জম্মু, লেহ্, জামনগর, পোরবন্দর, কান্ডলা এবং ভুজের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর ছিল।
আরও পড়ুন : Early Monsoon: আগামী ২৭ মে কেরলে ঢুকছে বর্ষা, সময়ের আগেই মৌসুমি বায়ুর আগমন ভারতের মূল ভূখণ্ডে
এছাড়াও প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়। যাত্রীদের জন্য বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, এবং সাত কেজির বেশি হ্যান্ড লাগেজ বহনে নিষেধাজ্ঞাও জারি করা হয়। তবে, সোমবার থেকে এই নিষেধাজ্ঞাগুলি শিথিল হতে পারে বলে অনুমান করা হচ্ছে। যুদ্ধবিরতির পর অবশেষে স্বস্তিতে যাত্রীরা।