ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ মুম্বইয়ের (Mumbai Labour) নাগপাড়ার মিন্ট রোডের কাছে একটি নির্মাণস্থলে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন শ্রমিক। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে চার জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মারা যান আরও একজন। মুম্বইয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল পাঁচ ঠিকা শ্রমিকের।
দমকলকর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে (Mumbai Labour)
রবিবার দুপুর দেড়টা নাগাদ নাগপাড়ার মিন্ট রোডে বিসমিল্লাহ স্পেস বিল্ডিং কমপ্লেক্সের একটি বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে ওই ৫ শ্রমিক (Mumbai Labour)। ট্যাঙ্কের ভিতরে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। শ্রমিকদের উদ্ধার করতে খবর দেওয়া হয় দমকল বিভাগকে। দমকলকর্মীরা ওই শ্রমিকদের অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী স্যর জে জে হাসপাতালে নিয়ে যান। সেখানেই ৪ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও একজনের।
অক্সিজেনের অভাবেই মৃত্যু? (Mumbai Labour)
পুলিশ এবং দমকল সূত্রে জানা গিয়েছে, ওই পাঁচজনই ঠিকা শ্রমিক। এ দিন তাঁরা মুম্বইয়ের নাগপদা এলাকায় একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ে জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কাজ করছিলেন। এই দুর্ঘটনার পর চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ওই শ্রমিকদের (Mumbai Labour)। হাসপাতালে আসার আগেই চারজনের মৃত্যু হয়েছিল। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় আরও একজনের। যে পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে, তাঁদের নাম হাসিপাল শেখ(১৯), রাজা শেখ(২০), জিয়াউল্লা শেখ(৩৬) , ইমান্দু শেখ(৩৮) এবং পুরহান শেখ(৩১)।
আরও পড়ুন: Telangana Tunnel: ১৫ দিন পার, তেলঙ্গানার সুড়ঙ্গে মিলেছে ১ মৃতদেহ, নিখোঁজ ৭!
নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি?
খবর পেয়েই ঘটনাস্থলে যান পুলিশকর্মীরা এবং বৃহন্মুম্বই পুরসভার ওয়ার্ড কর্মীরা। কী ভাবে ওই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালের প্রধান চিকিৎসা আধিকারিক (সিএমও) নিশ্চিত করেছেন, যে পর্যাপ্ত অক্সিজেনের অভাবেই চার শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সেখানে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। তবে ট্যাঙ্কে কোনও বিষাক্ত গ্যাস ছিল কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সঠিক নিরাপত্তা ব্যবস্থা মেনে ওই শ্রমিকরা জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমেছিলেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে, যথাযথ পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে।