ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রাম্প বলেছেন (6th-Gen F-47), “আমার নির্দেশে, মার্কিন বিমান বাহিনী বিশ্বের প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে, ছয় নম্বর, ষষ্ঠ প্রজন্মের, বিশ্বের আর কিছুই এর ধারেকাছেও যেতে পারে না, এবং এটি F-47 নামে পরিচিত হবে”।
পেন্টাগনের সিদ্ধান্তের কথা জানালেন প্রেসিডেন্ট (6th-Gen F-47)
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (স্থানীয় সময়) ওভাল অফিসে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সঙ্গে যৌথ বক্তব্য দেওয়ার সময় ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান F-47 তৈরি করা হবে (6th-Gen F-47)। সিএনএন জানায়, বোয়িং এই যুদ্ধবিমান তৈরির চুক্তি পেয়েছে।
ট্রাম্পের বক্তব্য (6th-Gen F-47)
ট্রাম্প বলেন (6th-Gen F-47), “আমার নির্দেশে, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিশ্বের প্রথম ছয় প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে চলেছে। এটি হবে ছয় নম্বর প্রজন্ম, এবং এই মুহূর্তে বিশ্বের কোনো দেশই এর ধারে কাছেও নেই। এটি F-47 নামে পরিচিত হবে।”
তিনি আরও বলেন, “এটি হবে সবচেয়ে আধুনিক, শক্তিশালী এবং বিধ্বংসী যুদ্ধবিমান। পরীক্ষামূলক মডেলটি গোপনে প্রায় পাঁচ বছর ধরে উড়ছে। আমরা নিশ্চিত যে এটি বিশ্বের যেকোনো দেশের সামরিক ক্ষমতার থেকে অনেক বেশি শক্তিশালী।”
গোপনে পরীক্ষামূলক উড়ান
ট্রাম্প জানান, তার আগের প্রশাসনের সময় বিমান বাহিনী এই যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ প্রোটোটাইপ তৈরি করেছিল এবং পরীক্ষামূলক উড়ান চালিয়েছিল। তিনি বলেন, “আমেরিকার শীর্ষস্থানীয় বিমান নির্মাতা সংস্থাগুলোর মধ্যে কঠোর প্রতিযোগিতার পর, বিমান বাহিনী এই চুক্তি বোয়িং-কে দিচ্ছে।”
আরও পড়ুন: Israel Hamas War: ইসরায়েলের হামলায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা
এখন পর্যন্ত, এই প্রকল্পকে “নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স (NGAD)” নামে ডাকা হচ্ছিল। তবে ট্রাম্প জানিয়েছেন, এই বিমানকে F-47 নামে ডাকা হবে। সাধারণত যুদ্ধবিমানের নামকরণ যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী করে থাকে।
আগের যুদ্ধবিমানের তুলনায় অনেক বেশি আধুনিক
ট্রাম্প বলেন, “এটি এমন কিছু, যা আগে কেউ কখনও দেখেনি। এটি বহু বছর ধরে পরিকল্পনার মধ্যে ছিল।” NGAD প্রকল্পটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য পরিকল্পনা করা হয়েছে, যা বর্তমান F-35 লাইটনিং II-এর চেয়ে অনেক বেশি উন্নত। উল্লেখ্য, F-35 নির্মাণে প্রচুর দেরি ও অতিরিক্ত খরচের অভিযোগ রয়েছে।
এলন মাস্কের সমালোচনা
এদিকে, টেসলা ও স্পেসএক্সের সিইও এলন মাস্ক F-35 যুদ্ধবিমানের কড়া সমালোচনা করেছেন। তিনি মনে করেন, “মানব চালিত যুদ্ধবিমানের বদলে ড্রোনের ঝাঁক তৈরি করা সস্তা ও কার্যকরী হবে।” গত বছরের নভেম্বরে সামাজিক মাধ্যমে মাস্ক লেখেন, “এখনও কিছু বোকা লোক F-35-এর মতো মানব চালিত যুদ্ধবিমান তৈরি করছে!”