ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আমেরিকান এয়ারলাইন্সের নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানকে(Bomb Threat) হঠাৎই মাঝ আকাশে পথ ঘুরিয়ে অবতরণ করানো হয়েছে রোমে। জানা গিয়েছে, এক বোমা হানার হুমকি ঘিরে এই পদক্ষেপ নেওয়া হয়, পরে যদিও জানা গিয়েছে, সেই হুমকি সম্পূর্ণ ভুয়ো। ভারতের পরিবর্তে ইতালিতে জরুরি অবতরণ করতে হল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার নামের বিমানটিকে। যাত্রীবাহী বিমানে বোমা থাকার খবর পেয়ে মাঝ আকাশেই যুদ্ধবিমানের ঘেরাটোপে রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়।
রোমের বিমানবন্দরে অবতরণ (Bomb Threat)
আমেরিকার জন এফ কেনেডি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল আমেরিকান এয়ারলাইন্সের বিমান ‘বোয়েইং ৭৮৭ ড্রিম লাইনার’(Bomb Threat)। অবতরণ করার কথা ছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে নিরপত্তাজনিত কারণে ওই বিমানকে রোমের বিমানবন্দরে অবতরণ করানো হয়। যদিও জানা গিয়েছে, যাত্রীদের নিয়ে ওই বিমান সোমবারই দিল্লির উদ্দেশে রওনা হচ্ছে।
দুটি ফাইটার জেট এসকর্ট (Bomb Threat)
রবিবার নিউইয়র্ক বিমানবন্দর থেকে ১৯৯ জন যাত্রী নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানটি মাঝআকাশে থাকাকালীন খবর আসে, ফ্লাইটে বোমা(Bomb Threat) রাখা আছে। বিমান তখন কৃষ্ণসাগরের উপর দিয়ে উড়ছে। সিদ্ধান্ত নেওয়া হয় ইতালির লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসিনো এয়ারপোর্টে অবতরণ করানো হবে। সেই মতো বিমানে মুখ ঘোরানো হয়। বিমানটিকে দুটি ফাইটার জেট এসকর্ট করে রোমের ওই বিমানবন্দর পর্যন্ত নিয়ে যায়। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও ভাইরাল হয়েছে।
মেলের মাধ্যমে এই হুমকি বার্তা
রোমে অবতরণের পর সকল যাত্রীকে বিমান থেকে নামিয়ে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী(Bomb Threat)। বিমানে সন্দেহজনক কিছু পাওয়া গিয়েছে কিনা সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। এক আধিকারিক জানিয়েছেন, মেলের মাধ্যমে এই হুমকি বার্তা পাঠানো হয়েছিল। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। রাতে রোমেই পাইলট ও যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়। সোমবার বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়।
তল্লাশি করা হয় বিমানের ভিতর
বহু সোশ্যাল মিডিয়া-ভিডিয়োতে দেখা গিয়েছে, দিল্লিগামী ওই যাত্রীবাহী বিমানের বাঁক রোমের দিকে ঘুরতেই ফ্রান্সের বায়ুসেনার যুদ্ধবিমান তাকে ঘিরে ফেলে। ওই যুদ্ধবিমানগুলি যাত্রীবাহী বিমানকে ঘিরে নিয়ে নিরাপদে অবতরণ করায় রোমে। এরপরই রোমের আইনশৃঙ্খলা বিভাগ, আমেরিকান এয়ারলাইন্সের ওই বিমানকে ভালোভাবে নীরিক্ষণ করে। সমস্ত কিছু তল্লাশি করে দেখা হয় বিমানের ভিতর। তবে তেমন কিছু পাওয়া যায়নি বিমানে।