ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনে (RG Kar Murder Case) আজ ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Ray) সাজা ঘোষণা। শনিবারই ১৬০ পাতার রায়ে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। সোমবার ‘দোষী’ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আইনি বিধানে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন যাবজ্জীবন।
শিয়ালদহ আদালতে (Sealdah Court) বিচারক অনির্বাণ দাসের এজলাস বসবে বেলা সাড়ে ১২টায়। প্রথমে সঞ্জয় এবং তাঁর আইনজীবীর কথা শুনবেন তিনি। শোনা হবে নির্যাতিতার পরিবারের বক্তব্যও। শহরের রাজপথ থেকে পাড়ার চায়ের আড্ডা, সব জায়গায় এখন সবচেয়ে আলোচিত বিষয় আরজি করের (RG Kar Murder Case) দোষী সঞ্জয় কী সাজা পাবে? লড়াইয়ের জেদ নিয়ে সঞ্জয়ের সাজা ঘোষণার অপেক্ষায় মুখিয়ে রয়েছে নির্যাতিতার বাবা- মা থেকে শুরু করে গোটা রাজ্যবাসী।
আরও পড়ুন :RG Kar Case Verdict: ১৬২ দিন পর আরজি কর মামলার রায়, সঞ্জয় দোষী ঘোষণা আদালতের
আজ সঞ্জয় রায়ের সাজা ঘোষণা (RG Kar Murder Case)
ভারতীয় ন্যায় সংহিতার যে যে ধারায় সঞ্জয়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে, তাতে ধর্ষণ এবং খুনের (RG Kar Murder Case) অপরাধে সর্বোচ্চ ফাঁসির সাজা হতে পারে। সঞ্জয়কে সোমবার যে সাজা-ই দেওয়া হোক, তিনি নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারবেন।
প্রথমে হাই কোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করতে হবে সঞ্জয়কে (Sanjay Ray)। সেখানে নিম্ন আদালতের রায় বহাল থাকলে সঞ্জয় যেতে পারবেন ডিভিশন বেঞ্চে। সেখানেও তাঁর আর্জি খারিজ হলে মামলা করা যাবে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সঞ্জয়কে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং শীর্ষ আদালতও যদি তা বহাল রাখে, সে ক্ষেত্রে তাঁর শেষ ভরসা রাষ্ট্রপতি। তাঁর কাছে ক্ষমাভিক্ষা করতে পারবেন সঞ্জয়। রাষ্ট্রপতি ক্ষমা না-করলে দণ্ড কার্যকর হবে।
আরও পড়ুন: North Dinajpur News : গুলির জবাবে গুলি ! নিহত গোয়ালপোখর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক
সঞ্জয়কে দোষী সাব্যস্ত করার পর বিচারকের প্রতি কৃতজ্ঞতা জানান নির্যাতিতার বাবা এবং মা। তাঁরা এজলাসে দাঁড়িয়েই কেঁদে ফেলেন। জানান, বিচারক তাঁদের আস্থার পূর্ণ মর্যাদা দিয়েছেন। কিন্তু এই ঘটনায় আরও কেউ কেউ জড়িত বলে তাঁদের সন্দেহ। বিচারক তাঁদের বক্তব্যও সোমবার শুনবেন।
বিচারপর্বের শেষে সিবিআইয়ের (CBI) আইনজীবীরা নিজেদের সওয়ালের সময় আদালতের কাছে অভিযুক্তের সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছেন। আবার নির্যাতিতার আইনজীবীরাও তাঁদের সওয়ালে বলেন, তাঁরাও সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ সাজা তথা ফাঁসি চান। বিচারকের চূড়ান্ত সাজা ঘোষণার দিকেই আপাতত তাকিয়ে সবাই।