ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে ফের গতির বলি। যাদবপুরে পথ দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য। সরকারি বাসের বেপরোয়া গতির বলি স্কুটারে থাকা সওয়ারি (Jadavpur Road Accident)। বাসের ধাক্কায় মৃত্যু হল এক0 মহিলা আরোহীর। গুরুতর জখম তার স্বামী। তাঁদের চার বছরের শিশুকন্যা অবশ্য রক্ষা পেয়েছে বরাতজোরে। মঙ্গলবার সকাল পৌনে ৭ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। যারফলে তীব্র উত্তেজনা ছড়ায় যাদবপুর এলাকায়। ব্যাহত হয় যান চলাচল। পরে ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল থেকে ছোট্ট শিশুকে উদ্ধার করে যাদবপুর থানায় রাখা হয়। খবর দেওয়া হয় পরিবারকে। গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকাল পৌনে সাতটা নাগাদ চার বছরের মেয়ে অঙ্কিতা ও স্ত্রী দেবশ্রীকে নিয়ে ঢাকুরিয়া যাচ্ছিলেন বাঘাযতীনের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল। মেয়েকে ঢাকুরিয়ার বিনোদিনী বালিকা বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন তাঁরা। যাদবপুর এইট বি বাসস্ট্যান্ডের কাছে আসতেই ঘটে দুর্ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সেসময় বাসস্ট্যান্ড থেকে যাদবপুর-বেহালা চৌরাস্তাগামী এস৩১ বাসটি সবে ছেড়েছিল। কিন্তু শুরুতেই তার গতি এত বেশি ছিল যে তাতে প্রসেনজিতবাবুর স্কুটারটি কার্যত বাসের নিচে ঢুকে যায় (Jadavpur Road Accident)।
আরও পড়ুন:https://tribetv.in/mamata-banerjee-worried-about-sanjay-roy-getting-parole/
আরও পড়ুন: https://tribetv.in/one-person-arrested-due-to-fake-passport-case-on-today/
জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর স্ত্রী দেবশ্রীর। গুরুতর জখম হন স্কুটার চালক প্রসেনজিৎ। তাঁকে বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়। তবে এত বড় দুর্ঘটনার পর বরাতজোরে অক্ষত চার বছরের ছোট্ট অঙ্কিতা। তাকে নিয়ে যাওয়া হয়েছে যাদবপুর থানায়। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর (Jadavpur Road Accident) থানার পুলিশ।