Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চোটে স্বপ্নভঙ্গ! অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন নোভাক জকোভিচ(Novak Djokovic)। বিরাট প্রত্যাশা নিয়েই এবার মেলবোর্ন পার্কে খেলতে নেমেছিলেন জকোভিচ। কিন্তু প্রথম থেকেই জকোভিচকে খুব একটা ফিট লাগেনি। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে(AusOpen) কী আর অংশ নেবেন নোভাক জকোভিচ?
সেমিফাইনাল থেকে বিদায় জোকোভিচের(Novak Djokovic)
চোটের কারণে অ্যালেক্সান্ডার জেরেভের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলা সম্ভব হল না জকোভিচের(Novak Djokovic) পক্ষে। ফলে প্রথম সেটের পরেই ম্যাচ ছেড়ে দিলেন জোকোভিচ। প্রথম সেটে তিনি ৭-৬ (৭-৫) ব্যবধানে হেরে গিয়েছিলেন। শুক্রবার প্রথম সেটটি চলে এক ঘণ্টা ২১ মিনিট ধরে। টাইব্রেকারে গিয়ে হার মানেন জোকোভিচ। তার পরেই ম্যাচ ছেড়ে দেন। সেই সঙ্গে প্রথম বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন জেরেভ। হাত নাড়তে নাড়তে দর্শকদের বিদায় জানিয়ে কোর্ট ছাড়েন জোকোভিচ।
চোটের কারণে ‘স্বপ্নভঙ্গ’ জোকোভিচের(Novak Djokovic)
৩৭ বছরের জোকোভিচ(Novak Djokovic) যে পুরোপুরি সুস্থ নন, তা এ বারের অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই বোঝা গিয়েছিল। এর আগের ম্যাচগুলিতও তাঁকে চিকিৎসা পরিষেবা নিতে হয়। এবার পায়ের পেশিতে চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হলেন জকোভিচ। আপাতত ১১তম অস্ট্রেলিয়ান ওপেন জেতা হল না জোকারের। সার্বিয়ান তারকা সেমিফাইনালে নেমেছিলেন বাঁ পায়ে মোটা স্ট্র্যাপ লাগিয়ে। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়েও সন্দিহান জকোভিচ।
আগামী বছর খেলা নিয়ে সন্দিহান জকোভিচ
ম্যাচে জেরেভকে ওয়াকওভার দেওয়ার পর জকোভিচ জানান, প্রথম সেটের শেষের দিকে তাঁর ব্যথা বাড়ছিল। যে কারণে, তিনি ম্যাচ ছাড়তে বাধ্য হন। আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়ে জকোভিচ বলেন, “আমি নিজেও জানি না এখানে আর ফিরতে পারব কি না ৷ মরশুমটা কীভাবে শেষ হয় দেখা যাক ৷ আমি আরও এগোতে চাই কিন্তু আগামী বছর এখানে আসা হবে কি না, নিশ্চিত নই ৷ সাধারণত আমি অস্ট্রেলিয়ায় খেলতে আসতে ভীষণ পছন্দ করি ৷ এখানে আমি কেরিয়ারের সবচেয়ে নজরকাড়া সাফল্য পেয়েছি ৷ তাই ফিট থাকলে এখানে না-আসার কোনও কারণ নেই ৷”
কোয়ার্টার ফাইনালেও চোট ভুগিয়েছিল জকোভিচ
সেমিফাইনালেই প্রথম নয় ৷ চলতি অস্ট্রেলিয়ান ওপেনে কোয়ার্টার ফাইনালেও চোট ভুগিয়েছিল জকোভিচকে ৷ কার্লোস আলকারাজের বিরুদ্ধে অলিখিত ফাইনালে প্রথম সেট হারের পর একই কারণে মেডিক্যাল টাইম-আউট নিতে হয় জকোভিচকে ৷ শুশ্রূষার পর কোর্টে ফিরে অবশ্য রোখা যায়নি সার্বিয়ান তারকাকে ৷ টানা তিন সেট জিতে শেষ চার নিশ্চিত করেন জকোভিচ ৷
২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ে বাড়ল আরও অপেক্ষা
কোয়ার্টার ফাইনালে জোকোভিচকে খেলতে হয়েছিল কার্লোস আলকারাজের বিরুদ্ধে। সেই ম্যাচ গড়িয়েছিল চার সেটে। প্রথম সেট হেরে গিয়েও পর পর তিনটি সেট জিতে নিয়েছিলেন জোকোভিচ। পিছিয়ে পড়েও কী ভাবে ফিরে আসতে হয়, তা তিনি ভালই জানেন। কিন্তু শুক্রবার পিছিয়ে পড়ায় শরীর সঙ্গ দিল না তাঁর। ফলে আর ফিরে আসা হল না। জোকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য তাই অপেক্ষা আরও বাড়ল।