ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাস্তুশাস্ত্র অনুসারে(Vastu Tips 4) নানা কারণে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব দেখা যেতে পারে। নেগেটিভ এনার্জির কারণে সংসারে আর্থিক অনটন দেখা দেয় এবং পরিবারের সদস্যদের মধ্যে নানা অশান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। যে সব কারণে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়তে পারে, তার মধ্যে অন্যতম একটি কারণ হতে পারে কোনও কোনও জিনিস খালি রেখে দেওয়া। সংসারে এমন কিছু কিছু জিনিস থাকে, যেগুলি ভুলেও খালি রেখে দেওয়া উচিত নয়। এই জিনিসগুলি ফাঁকা রাখলে নেগেটিভ এনার্জির প্রভাবে সংসারে চরম দারিদ্র্য দেখা দিতে পারে। জেনে নিন বাড়িতে কোন কোন জিনিস একদমই রাখবেন না খালি।
পুজোর ঘট (Vastu Tips 4)
পুজোর আসনে যে ঘট রাখা থাকে, সেই ঘট যেন কখনও শূন্য না হয়ে যায়(Vastu Tips 4)। পুজোর ঘট সব সময় জল দিয়ে ভর্তি করে রাখা জরুরি। পুজোর ঘটে গঙ্গাজল ভরে তার মধ্যে একটি তুলসী পাতা দিয়ে রাখুন। পুজোর ঘট ফাঁকা হয়ে গেলে ভগবান তৃষ্ণার্ত থাকবেন। এর ফলে আপনার সংসারের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। তাই পুজোর আসনের ঘট বা ঠাকুরের থালা সবসময় পূর্ণ রাখুন।

বালতি (Vastu Tips 4)
বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমে কখনোই খালি বালতি রাখা উচিত নয়(Vastu Tips 4)। খালি বালতি নেগেটিভ এনার্জিকে আকর্ষণ করে। তাই বাথরুমে রাখা বালতি সব সময় জলে ভরে রাখুন। এছাড়া বাথরুমে কখনোই ভাঙা বালতি বা কালো রঙের বালতি ব্যবহার করবেন না। নীল রঙের বালতি ব্যবহার করা সবচেয়ে শুভ। বাথরুম হোক বা বাড়ির অন্য কোথাও, খালি বালতি একদমই রাখবেন না।

আরও পড়ুন:Vastu Tips 3: মঙ্গলের দোষ কাটাতে বাড়িতে রাখুন এই ৫ জিনিস
শস্য পাত্র
বাড়িতে যেখানে শস্য রাখেন, সেই স্থান কখনোই খালি রাখা উচিত নয়(Vastu Tips 4)। চাল, গম, ডালের মতো শস্যদানা যে পাত্রে রাখেন, খেয়াল রাখুন, সেই পাত্র যেন কখনোই খালি না হয়ে যায়। শস্য রাখার পাত্র খালি থাকলে রুষ্ট হন অন্নপূর্ণা। এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বৃদ্ধি পায়, সংসারে আর্থিক অনটন দেখা দেয়। তাই চাল, গমের পাত্র পুরোপুরি খালি হওয়ার আগেই তা আবার ভরে ফেলুন। খেয়াল রাখবেন কোনো শস্য খারাপ হতে দেওয়া যাবে না। খারাপ হলেই তা ফেলে দিয়ে সেখানে নতুন শস্য রাখুন।

আরও পড়ুন:Usage Of Ghee: কেবল গরম ভাতে নয়, আর কোন কাজে ব্যবহার করতে পারেন ঘি?
টাকা রাখার জায়গা
বাড়ির সিন্দুক বা আলমারির লকারে মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয়। তাই এই সব স্থান কখনোই ফাঁকা রাখা উচিত নয়। সিন্দুক বা লকারে সব সময়ই কিছু পরিমাণ টাকা রেখে দিন। পার্সও কখনও খালি রাখবেন না। আপনার পার্সে যাতে সব সময় কিছু না কিছু টাকা থাকে, তা নিশ্চিত করুন। এছাড়াও আপনি যে যে স্থানে টাকা রাখেন সেসব জায়গা ফাঁকা রাখবেন না একেবারেই।
