ট্রাইব টিভি ডিজিটাল বাংলা: প্রতিবছর প্রজাতন্ত্র দিবসের (Padma Shri Award) আগে, কেন্দ্রীয় সরকার পদ্ম পুরস্কারের প্রাপকদের তালিকা ঘোষণা করে, যা দেশের অন্যতম সম্মানজনক বেসামরিক পুরস্কার হিসেবে পরিচিত। এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন একঝাঁক বঙ্গসন্তান ও বিশিষ্ট ব্যক্তি, যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান আজও রেখে চলেছেন।
পদ্ম পুরস্কারের ক্যাটেগরি (Padma Shri Award)
পদ্ম পুরস্কার তিনটি ক্যাটেগরিতে দেওয়া হয়: পদ্মবিভূষণ (ব্যতিক্রমী সার্ভিসের জন্য), পদ্মভূষণ, এবং পদ্মশ্রী (Padma Shri Award)। এবারের তালিকায় ১১৩ জনকে পদ্ম পুরস্কারে ভূষিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিশ্বমানের সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং, নাট্যশিল্পী মমতাশঙ্কর, বিশিষ্ট সার্কিট অবলম্বী পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, শিল্পী গোকুলচন্দ্র দাস, এবং কর্পোরেট জগতের অন্যতম ব্যক্তিত্ব অরুন্ধতী ভট্টাচার্যসহ আরও অনেকেই।
পদ্মবিভূষণ (Padma Shri Award)
এই ক্যাটেগরিতে এবার তিনজন বিশিষ্ট ব্যক্তি (Padma Shri Award) মরণোত্তর সম্মান পেয়েছেন, তারা হলেন কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, এমটি বাসুদেবন নায়ের, এবং ওসামু সুজুকি। এদের অবদান শুধুমাত্র তাদের নিজস্ব ক্ষেত্রে নয়, বরং সারা বিশ্বের উন্নয়ন ও সংস্কৃতির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আরও পড়ুন: Shreema Bhattacherjee: শ্রীমার বড় দিদি সোহিনী, সম্পর্ক নিয়ে অকপট স্বীকারোক্তি
পদ্মভূষণ
এই সম্মান প্রাপ্তদের মধ্যে (Padma Shri Award) উল্লেখযোগ্য কিছু নাম হল, জোশ চাকো পেরিয়াপ্পুরম, শোভনা চন্দ্রকুমার, বিনোদ ধাম, পঙ্কজ পটেল এবং শেখর কাপুর। এই তালিকায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন যারা সমাজের বিভিন্ন খাতে দীর্ঘদিন কাজ করে আসছেন।
পদ্মশ্রী
এছাড়া, পদ্মশ্রী (Padma Shri Award) প্রাপ্তদের মধ্যে রয়েছেন সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, শিল্পী গোকুলচন্দ্র দাস, নাট্যশিল্পী মমতাশঙ্কর, এবং কার্তিক মহারাজ (স্বামী প্রদীপ্তানন্দ)। এই বিশিষ্ট ব্যক্তিরা তাদের শিল্প, সংস্কৃতি ও মানবিক কাজের মাধ্যমে পৃথিবীকে সমৃদ্ধ করেছেন। এছাড়া, সেবামূলক কাজের জন্য অরুন্ধতী ভট্টাচার্য, যিনি ভারতীয় স্টেট ব্যাংকের প্রাক্তন চেয়ারপার্সন, তাকেও এই সম্মান প্রদান করা হচ্ছে।
দেশের সেবায় নিয়োজিত যারা
পদ্ম পুরস্কার প্রাপ্তদের মধ্যে কিছু নাম, যারা দেশের অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছেন, তাদের মধ্যে রয়েছে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, নগেন্দ্রনাথ রায়, রামবাহাদুর রায়, পিআর শ্রীজেশ, এবং শার্দা সিনহা। তাদের কাজ ও অবদান দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।
রাষ্ট্রের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার নিদর্শন
পদ্ম পুরস্কার প্রাপকদের সম্মান প্রদান শুধু তাদের সম্মানিত করার এক ধরনের প্রকাশ, বরং এটি দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা ও শ্রদ্ধার নিদর্শন। দেশের বিভিন্ন বিভাগে যে সব মানুষ নিজেদের নিঃস্বার্থভাবে দেশের উন্নতির জন্য কাজ করে চলেছেন, পদ্ম পুরস্কার তাদের সেই মহান কাজের স্বীকৃতি।