ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সময়টা তখন ২০১০ সাল, মুক্তি পেয়েছিল রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ ছবি। সেই ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল বলিউডের অভিনেত্রী রবীনা ট্যান্ডন (Raveena Tandon)। তারপর মাঝে কেটে গিয়েছে প্রায় ১৫ টা বছর। তাঁকে বাংলা ছবিতে দেখা যায়নি। টলি পাড়ার গুঞ্জন বলছে, খুব শীঘ্রই অভিনেত্রী আবারও ফিরছেন টলিউডে। দীর্ঘ বিরতির পর বাংলা ছবিতে তাঁর এই যে প্রত্যাবর্তন, কোন ছবির হাত ধরে ফিরছেন তিনি? ইতিমধ্যেই সেই গুঞ্জন শোরগোল ফেলে দিয়েছে টলিউডের অন্দরে। শোনা যাচ্ছে, রবীনাকে দেখা যাবে বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য অভিনীত ছবিতে।
অন্য ঘরানার ছবি ‘বানসারা’ (Raveena Tandon)
শুধুমাত্র রবীনার (Raveena Tandon) অনুরাগীরাই নয়, বরং বাংলা ছবির দর্শকরাও এই খবর শুনে ভীষণ উৎসুক। সম্প্রতি পুরুলিয়ায় শেষ হয়েছে ‘বানসারা’ ছবির শুটিং। যে ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অপরাজিতা এবং বনিকে। অপরাজিতা এখানে নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। অপর দিকে পুলিশের ভূমিকায় রয়েছেন বনি। পুজোতেই মুক্তি পাবে ছবি। ‘বানসারা’ একটু অন্য ঘরানার ছবি। ক্রাইম সহ থ্রিলারের মোড়কে একের পর এক রহস্য। আর সেই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য কথাবার্তা চলছে রবীনার সঙ্গে।
চিত্রনাট্য পছন্দ হয়েছে রবীনার (Raveena Tandon)
স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, ছবিটা নিশ্চয়ই তাহলে বড় মাত্রার? আর তাই তো অফার করা হল রবীনাকে। যদিও শোনা যাচ্ছে, পুরো বিষয়টা রয়েছে প্রাথমিক স্তরে। ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে। এক্ষেত্রে এক রাজনীতিবিদের চরিত্রে ভাবা হচ্ছে রবীনাকে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে এই ছবির টিম যোগাযোগ করেছে। দুই পক্ষের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হয়েছে রবীনার। কিন্তু পুরো বিষয়টাই রয়েছে প্রাথমিক স্তরে। এখনও অভিনেত্রী তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত রূপে জানাননি। যদি তিনি রাজি হন, তাহলে কলকাতায় আসবেন এবং শুটিংয়ে যোগ দেবেন।
আরও পড়ুন: Pori Moni: ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, গ্রেফতারি পরোয়ানার মুখে পরীমনি
কলকাতায় শুটিং
এই মুহূর্তে পুরুলিয়ায় শেষ হয়েছে ‘বানসারা’ ছবির আউটডোর শুটিং। আগামীতে এই ছবির শুটিং হবে কলকাতা এবং ঝাড়খণ্ডে। আশা করা হচ্ছে, কলকাতাতে ছবির শুটিং হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। তখনই বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে, যে রবীনা ‘বানসারা’ ছবির মাধ্যমে বাংলা ছবিতে ফিরছেন কিনা। সেই প্রশ্নের উত্তর এখন সময়ের গর্ভে।
আরও পড়ুন: Amar Sangi Poster: ছেঁড়া হচ্ছে ‘অমরসঙ্গী’র পোস্টার; ‘আমাদের সঙ্গে এমন কেন? প্রশ্ন বিক্রমের
বাংলায় রহস্য উন্মোচনের সঙ্গী হবেন রবীনা
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকেও শোনা গিয়েছিল, অ্যাকশন থ্রিলারের ছবি করতে চলেছেন পরিচালক আতিউল ইসলাম। তখনই শোনা যায়, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রবীনা ট্যান্ডনকে। তাছাড়া এর আগে রবীনাকে বহু রহস্যময় সিরিজ এবং ছবিতে দেখা গিয়েছে। এই প্রথম তিনি বাংলায় রহস্য উন্মোচনের সঙ্গী হতে পারেন।