ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তুলসী গাছ(Tulsi Vastu Tips) যেখানে থাকে, তার চারপাশে শুভ ও পবিত্র পরিমণ্ডল গড়ে ওঠে। তুলসী গাছ থেকে এতটাই পজ়িটিভ এনার্জি প্রবাহিত হয় যে নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। হিন্দুধর্মে তুলসী গাছ অত্যন্ত শুভ ও মাহাত্ম্যপূর্ণ। মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মীর বাস। হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ অবশ্যই থাকে। লক্ষ্মীর আশীর্বাদে সুখ সৌভাগ্য লাভ করতে তুলসী গাছের কয়েকটা টোটকা করা জরুরি। জেনে নিন তুলসী গাছের কী টোটকা করলে মা লক্ষ্মী স্বয়ং বাঁধা পড়বে আপনার বাড়িতে।
তুলসী গাছে জল (Tulsi Vastu Tips)
তুলসী গাছে প্রতিদিন জল দিতে ভুলবেন না। প্রতিদিন পুজোর পর তুলসী গাছে(Tulsi Vastu Tips) জল দিলে সংসারে কোনও আর্থিক সংকট থাকে না বলে মনে করা হয়। বছরের প্রথম দিন ভোরে উঠে তুলসী গাছে জল দিন। এর ফলে কাজে বাধা থাকলে তা কেটে যায়। তুলসী গাছে জল দেওয়ার সময় ‘ওম সুভদ্রায় নমহঃ’ মন্ত্র জপ করুন।

তুলসী গাছে আলতা সিঁদুর (Tulsi Vastu Tips)
পুরাণ অনুসারে তুলসী হলেন নারায়ণের স্ত্রী। তাই তুলসী গাছে শৃঙ্গারের সামগ্রী নিবেদন করে থাকেন অনেকে। নতুন বছরের প্রথম দিন তুলসী গাছের(Tulsi Vastu Tips) গোড়ায় সিঁদুর, আলতা ও লাল রঙের শাড়ি নিবেদন করুন। পরে এগুলি তুলে এনে পুজোর ঘরে রেখে দিন। এর ফলে সারা বছর দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।
আরও পড়ুন:Weekly Horoscope: মীন রাশিতে শুক্রের গোচর, এই সপ্তাহে মেষ থেকে কন্যার ভাগ্য
তুলসীতলায় প্রদীপ
তুলসী গাছের গোড়ায় প্রতিদিনই প্রদীপ জ্বালানো প্রয়োজন। রোজ সন্ধেতে তুলসীতলায়(Tulsi Vastu Tips) একটি মাটির প্রদীপ জ্বালিয়ে দিন। নতুন বছরের প্রথম দিন এই কাজ করা বিশেষ ভাবে জরুরি। এর ফলে মা লক্ষ্মী সারা বছর আপনার ঘরেই বাস করবেন। লক্ষ্মীর কৃপায় আর্থিক সৌভাগ্য উপচে পড়বে।

তুলসীতলার মাটি
রোজ স্নান করে তুলসী তলার মাটি নিয়ে মাথায় ঠেকান। কপালেও পরতে পারেন। রোজ এই কাজ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে।
আরও পড়ুন:Weekly Horoscope: এই সপ্তাহে শুক্রের গোচরে তুলা থেকে মীন রাশির ভাগ্য কেমন?
ঋণ থেকে মুক্তি ও অর্থলাভ টোটকা
অর্থলাভের জন্য কয়েকটা তুলসী পাতা একটি লাল কাপড়ে মুড়িয়ে নিন। এই লাল কাপড়ের মোড়কটা এরপর নিজের পার্সে রেখে দিন। অথবা বাড়িতে যেখানে টাকা রাখেন, সেখানেও রাখতে পারেন। এর ফলে সংসারে আর্থিক উন্নতির জোয়ার আসবে। ঋণ থেকে মুক্তি পেতে তুলসী গাছের গোড়ায় গঙ্গাজল ঢালুন। এর পর তুলসী গাছের গোড়ায় একটি হলুদ কাপড় বেঁধে দিন। পুজো হয়ে গেলে এই হলুদ কাপড় বাড়ির মূল দরজায় বেঁধে রাখুন। এর ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।