Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিনোদনের দুনিয়ায় সর্বদা (Poonam Pandey) সমালোচনার শীর্ষে থাকেন অভিনেত্রী পুনম পান্ডে। এই বার মহাকুম্ভের পথে পাড়ি দিচ্ছেন সেই পুনম পাণ্ডে। ১৪৪ বছর পর মহাকুম্ভের এই বিরল পুণ্যতিথিতে যোগ দিয়েছেন প্রায় সকলেই। বাদ যাননি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতা ও বিনোদন জগতের তাবড় তাবড় তারকারা। ত্রিবেণী সঙ্গমের জলে ডুব দিয়ে পাপস্খলন করেছে প্রত্যেক্যেই। এবার সেই পথেই হাঁটলেন পুনম পান্ডে।
তীর্থযাত্রাতেও কটাক্ষ! (Poonam Pandey)
বিতর্কিত মন্তব্য বা কাজের জন্যই সংবাদের (Poonam Pandey) শীর্ষে উঠে আসে তাঁর নাম। কিন্তু এই বার অভিনেত্রী পুণ্যের সন্ধান করতে পাড়ি দিয়েছেন তীর্থপথে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “মহাকুম্ভে। তোমাদের জন্য প্রসাদ নিয়ে আসব। আর কিছু আনব তোমাদের জন্য?” এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই অভিনেত্রীর দিকে ধেয়ে এসেছে নিন্দুকদের কটাক্ষ। এক সমালোচকের কথায়, “আপনি যা-ই করুন, এত তাড়াতাড়ি আপনার পাপ ধুয়ে যাবে না।” আর এক জন বলেছেন, “সাবধানে ত্রিবেণী সঙ্গমে ডুব দেবেন। মহাকুম্ভে ভদ্র পোশাক পরবেন। বিশেষ করে ডুব দেওয়ার সময় ঢাকা পোশাক পরবেন।”
ত্রিবেণী সঙ্গমে বলি তারকা (Poonam Pandey)
সম্প্রতি মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিয়ে পুণ্যের ভাগীদার হয়েছেন পরিচালক রেমো ডি’সুজ়া। সেই মুহূর্তের ভিডিয়ো ও ছবি নিজেই ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্পূর্ণ কালো রঙের সাজে মহাকুম্ভে গিয়ে ধ্যান করতে দেখা গিয়েছে রেমোকে। মহাকুম্ভে যাওয়ার আগে নিজের মুখ কালো চাদরে ঢেকে রেখেছিলেন রেমো। তাঁর গলায় ছিল রুদ্রাক্ষের মালা। সূর্যপ্রণাম করেন তিনি। স্বামী কৈলাসানন্দ গিরি মহারাজের থেকেও আশীর্বাদ চান তিনি।
আরও পড়ুন: Pori Moni: বাংলাদেশ নিরাপদ নয়! সিনেমা বিনোদন বন্ধ করে দেওয়ার দাবি পরীমনির
সন্ন্যাসিনী কুলকার্নি
এইবার মহাকুম্ভে গিয়ে নিজের জীবনের দিশা পাল্টে ফেলেছেন অভিনেত্রী মমতা কুলকার্নি। সব মোহমায়া ত্যাগ করে সন্ন্যাস নিয়েছেন তিনি। এই সন্ন্যাস নেবার সময় অঝোরে কাঁদছিলেন প্রাক্তন বলি অভিনেত্রী।

পুনমের পুরোনো বিতর্ক
কয়েক বছর আগে নিজের নামে মৃত্যুর গুজব ছড়িয়েছিলেন এই অভিনেত্রী (Poonam Pandey)। সকলেই যখন এই খবরে শোকস্তব্ধ, তখন তাঁর জীবিত থাকার সত্যিটা সামনে এনেছিলেন তিনি। কাজ নেই বলেই, এসব ভুয়ো খবর ছড়িয়ে ফোকাসে থাকতে চেয়েছিলেন অভিনেত্রী, এমনটাই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাছাড়া বোল্ড পোশাক পরে জনসমক্ষে আসার কারণেও একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। মায়ানগরীর এক অনুষ্ঠানে পুনমের বান্ধবী যখন মজা করে তাঁকে কোলে নেন, সেই মুহূর্তে হাজারও প্যাপসদের সামনে ‘উপস মুমেন্ট’-এর শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। তখনও এক প্রস্থ বিতর্ক পোহাতে হয়েছিল পুনমকে। এখন পুনমের মহাকুম্ভের লুক দেখার অপেক্ষায় আছেন তাঁর অনুরাগীরা।