ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: একটা সময় উত্তম কুমার, ছবি বিশ্বাস, সুচিত্রা সেনের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন বাসন্তী চ্যাটার্জী (Basanti Chatterjee)। এখন তাঁর বয়স প্রায় ৮৫ বছর। ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা করাতে পারছেন না। আর্থিক সমস্যায় জেরবার। এবার তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ নিয়ে এলেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি (Bhaswar Chatterjee) । ২০২৪ সালের লম্বা সময় জুড়ে অসুস্থ ছিলেন বাসন্তী দেবী। হাসপাতালেও ভর্তি ছিলেন। নতুন বছর পড়তে না পড়তেই, আবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বাসন্তী দেবীর পাশে দাঁড়িয়ে কী লিখলেন ভাস্বর?
কী লিখলেন ভাস্বর? (Basanti Chatterjee)
ভাস্বর লেখেন (Basanti Chatterjee), ‘আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর।’ সরকারের কাছে সাহায্য চেয়ে ভাস্বর লেখেন, ‘প্রতিবারের মতো স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তা হলে ওঁর খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন।’
‘গীতা এলএলবি’ ধারাবাহিকে যুক্ত (Basanti Chatterjee)
বাসন্তী দেবীর (Basanti Chatterjee) স্বামী ছিলেন, সন্তানও রয়েছে। তবে দাম্পত্য জীবনে তিনি সুখী হননি। এখন একাকি দিন কাটছে তাঁর। বাসন্তী দেবী নিজের ছেলের মতো ভাস্বরকে স্নেহ করেন। অপরদিকে ভাস্বরও বাসন্তী দেবীর খেয়াল রাখেন। ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। এই ধারাবাহিকে তাঁরা অভিনয় করছেন মা-ছেলের ভূমিকায়। ধারাবাহিকের প্রযোজক প্রতিবারই সাধ্যমত সাহায্য করেছেন বর্ষীয়ান অভিনেত্রীকে। সে কথা অকপটে স্বীকারও করেছেন ভাস্বর।
আরও পড়ুন: Ranbir Kapoor: দক্ষিণী ভিলেনের সঙ্গে রণবীর, মহাধামাকা আসছে ধুম ৪-এ
ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার
অভিনেতা ওই পোস্টে বাসন্তী চ্যাটার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণও শেয়ার করেছেন। বাংলা সিনে দুনিয়ার অন্যতম মুখ বাসন্তী দেবী। দীর্ঘদিন ধরেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থ কষ্টের কারণে একপ্রকার বাধ্য হয়ে কাজ করছেন তিনি।
আরও পড়ুন: @Followers: সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স বাড়াতে গিয়ে বিপদে সোহিনী, দেখে ঘেন্না লাগছে প্রেমিকের!
ভীষণ কষ্টে দিন কাটছে
একে বয়সের ভার, তার উপর শরীরে মারণ রোগ বাসা বেঁধেছে। ক্যান্সারের সঙ্গে লড়াই করে সেরে উঠেছিলেন বাসন্তী দেবী। কিন্তু আবার ক্যান্সার ফিরে এসেছে তাঁর শরীরে। বারংবার তিনি অসুস্থ হয়ে পড়ছেন। সেভাবে কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। সত্যি বলতে, ভীষণ কষ্টে দিন কাটছে বর্ষিয়ান অভিনেত্রীর। মাঝেও বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। তখন ধারাবাহিকের প্রযোজক এবং অন্যদের সহায়তায় তিনি সুস্থ হয়ে আবার সেটে ফেরেন। কিছুদিন আগে তাঁকে ধারাবাহিকের এক বছরের উদযাপনেও দেখা গিয়েছিল। কিন্তু তার মাঝে আবার ছন্দপতন। তাই বাসন্তী দেবীর হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আর্জি জানালেন ভাস্বর।