ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ডেলফ্ট দ্বীপের নিকটবর্তী এলাকায় শ্রীলঙ্কার নৌবাহিনী ভারতীয় মৎস্যজীবীদের উপর গুলি চালানোর ঘটনায় পাঁচজন আহত হয়েছেন (India-Sri Lanka Relation)। মঙ্গলবার ভোরবেলা ঘটে যাওয়া এই ঘটনায় দুইজন মৎস্যজীবীর অবস্থা আশঙ্কাজনক। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) এই ঘটনাকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং নয়া দিল্লিতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।
‘অগ্রহণযোগ্য’ বলল ভারতীয় বিদেশ মন্ত্রক (India-Sri Lanka Relation)
ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায় (India-Sri Lanka Relation), “আজ ভোরে ডেলফ্ট দ্বীপের কাছে ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটকানোর সময় শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এই ধরনের আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।”
বিদেশ মন্ত্রক আরও জানায়, “১৩ জন মৎস্যজীবীর মধ্যে দুইজন গুরুতরভাবে আহত হয়েছেন। বর্তমানে তাদের জাফনা টিচিং হাসপাতালে চিকিৎসা চলছে।”
তিনজন সামান্য আহত, জাফনায় চিকিৎসাধীন (India-Sri Lanka Relation)
একই নৌকায় থাকা আরও তিনজন মৎস্যজীবী সামান্য আহত হয়েছেন (India-Sri Lanka Relation)। তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, জাফনায় ভারতীয় কনস্যুলেটের কর্মকর্তারা আহত মৎস্যজীবীদের দেখতে গিয়েছেন এবং সব ধরনের সহায়তা করছেন।
শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব
বিদেশ মন্ত্রক জানায়, “আজ সকালে নয়া দিল্লিতে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাই কমিশনারকে মন্ত্রকে তলব করা হয়েছে এবং এই ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছে।”
ভারতের হাই কমিশন কলম্বোতেও এই বিষয়টি শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রকের কাছে তুলেছে। বিবৃতিতে বলা হয়েছে, “ভারত সরকার সবসময় জোর দিয়ে বলেছে যে মৎস্যজীবীদের বিষয়ে মানবিক এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি অবলম্বন করা উচিত। মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের বিষয়টি মাথায় রেখে এই ধরনের ঘটনার মোকাবিলা করা উচিত।”
আরও পড়ুন: Trump on Greenland: গ্রিনল্যান্ড দখল করতে সেনা পাঠাবেন ট্রাম্প?
বিদেশ মন্ত্রক আরও বলেছে, “কোনও অবস্থাতেই শক্তি প্রয়োগ গ্রহণযোগ্য নয়। উভয় দেশের মধ্যে মৎস্যজীবীদের বিষয়ে যে সমঝোতা রয়েছে তা কঠোরভাবে মেনে চলা উচিত।”
শ্রীলঙ্কার নৌবাহিনীর দাবি
তবে শ্রীলঙ্কার নৌবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে যে, ভারতীয় মৎস্যজীবীরা সংঘবদ্ধভাবে নৌসেনাদের উপর হামলা চালানোর চেষ্টা করেছিল এবং এক নৌসেনার কাছ থেকে অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল।
বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী বলেছে, “সংঘবদ্ধভাবে ভারতীয় মৎস্যজীবীরা নৌসেনাদের আক্রমণের চেষ্টা করে এবং একজন নৌসেনার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই পরিস্থিতিতে দুর্ঘটনাবশত গুলি চালানো হয়, যার ফলে দুইজন ভারতীয় মৎস্যজীবী সামান্য আহত হন।”
আগের ঘটনাগুলি
এর আগেও শ্রীলঙ্কার জলসীমায় মৎস্য শিকারের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। চলতি মাসের ১১ জানুয়ারি, মান্নারের উত্তরের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আটজন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছিল।
আরও পড়ুন: Donald Trump New Step:প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত করার ফল, বরখাস্ত মার্কিন মুলুকের এক ডজন কর্মকর্তা
ভারতীয় মৎস্যজীবীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন
বারবার ভারতীয় মৎস্যজীবীদের উপর শ্রীলঙ্কার নৌবাহিনীর এই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। দুই দেশের মধ্যে থাকা সমঝোতা এবং শান্তিপূর্ণ মৎস্যজীবন বজায় রাখার প্রতিশ্রুতির মধ্যেও এমন ঘটনার পুনরাবৃত্তি মৎস্যজীবীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
ভারত আশা করে, শ্রীলঙ্কা এই বিষয়ে কঠোর পদক্ষেপ করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।