ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শাহরুখ খান (Shah Rukh Khan) যে বেশ রসিক মানুষ, তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে। এবার এক ভক্ত শাহরুখকে ছুঁতে চাওয়ার আবদার করলেন। আর তা শুনে বলিউডের কিং খান কী করলেন জানেন? শাহরুখ এখন দেশে নয়, রয়েছেন বিদেশের মাটিতে। সেখানে তাঁর আচরণ কিন্তু একেবারেই বাদশা সুলভ নয়। শাহরুখকে বলা হয় বলিউডের বাদশা। কিন্তু তিনি সবার সঙ্গে ব্যবহার করেন একদম মাটির মানুষের মতো। আর তাই তো শাহরুখের জনপ্রিয়তা শুধু ভারতেই নয়, বরং ভারতের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
শাহরুখকে ছুঁতে চাইলেন ভক্ত (Shah Rukh Khan)
সম্প্রতি দুবাইতে এক অনুষ্ঠানে শাহরুখ (Shah Rukh Khan) উপস্থিত ছিলেন। সেখানেই তাঁর ভক্তরা এমন কাণ্ড ঘটালেন, যা রীতিমত ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখ খান বলে কথা। তিনি মঞ্চে উঠবেন, আর ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়বেন না, তা তো হয় না। ভিড়ের মধ্যেই এক ভক্ত হঠাৎ করে চিৎকার করে বললেন, শাহরুখকে তিনি একবার অন্তত ছুঁয়ে দেখতে চান।
কী বললেন কিং খান? (Shah Rukh Khan)
ভক্তর আবদার বলে কথা। যদিও শাহরুখ প্রথমে একটু হতবাক হয়েছিলেন। তারপর স্টেজ থেকে মিষ্টি করে বললেন, এভাবে সবার সামনে বলতে নেই। তার লজ্জা লাগে। যদিও শাহরুখ নিছক মজার ছলেই এই কথা বলেছেন। আর তা উপভোগ করেছেন ভক্তরা।
আরও পড়ুন: Jeetu Kamal: বরফের দেশে হাতে হাত, নবনীতাকে ভুলে আবারও প্রেমে পড়লেন জিতু!
ভক্তকে বিয়ে করার প্রস্তাব! (Shah Rukh Khan)
বিষয়টা এখানেই নিষ্পত্তি হয়নি। আর এক ভক্ত একই ভাবে চিৎকার করে শাহরুখকে (Shah Rukh Khan) বলেন, “শাহরুখ আমি তোমাকে ভালোবাসি”। অপর দিকে শাহরুখও পাল্টা উত্তরে বলেন, “আমিও তোমাকে ভালোবাসি। অনুষ্ঠান শেষ হলে আমরা বিয়ে করে নেব”। শাহরুখ ভক্তদের মনে আঘাত দিতে চান না। এর আগেও শাহরুখকে মজার ছলে ভক্তদের সঙ্গে বহু কথা বলতে দেখা গিয়েছে। আর শাহরুখের এই মেজাজটাই ভক্তরা আরও বেশি করে পছন্দ করেন।
আরও পড়ুন: Koel Mallick: একরত্তি মেয়েকে কড়া নিয়মে রেখেছেন কোয়েল! কীসের ভয় পাচ্ছেন?
চলছে কিং ছবির প্রস্তুতি
প্রসঙ্গত, অভিনেতা এখন তাঁর ‘কিং’ ছবি নিয়ে খুব ব্যস্ত। একদিকে যেমন চলছে শুটিং, পাশাপাশি ছবির প্রচার কাজও কিছুটা শুরু করে দিয়েছেন। গত শনিবার তিনি উপস্থিত ছিলেন আবুধাবির একটি অনুষ্ঠানে। সেখানেই বলেন, এখন কিং ছবির শুটিং করছেন। আগামী কয়েক মাস ধরেই এই ছবির শুটিং চলবে। ছবিটির পরিচালক সিদ্ধার্থ আনন্দ ভীষণ কড়া। এই ছবির তথ্য ফাঁস তিনি কিছুতেই হতে দেবেন না। তাই এই ছবি সম্পর্কে শাহরুখ বিশেষ কিছু বলেননি। এর আগে শাহরুখের ‘পাঠান’ ছবির পরিচালকও ছিলেন সিদ্ধার্থ। শাহরুখ আবুধাবির মঞ্চ থেকে কথা দিয়েছেন, নতুন ছবি পাঠানের থেকেও ভালো হবে।