ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাজ্য ফার্মাসি কাউন্সিলের নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হাইকোর্টে (Cal HC Pharmacy Council)। মামলাকারী প্রার্থীর অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঘোষণা করা যাবেনা ফলাফল। নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ফার্মাসি কাউন্সিলের নির্বাচন চলছে। ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত নির্বাচনের পর এখন ব্যালট পেপার স্ক্রটিনির কাজ চলছে। ৪ ফেব্রুয়ারি ফলাফল। এই পরিস্থিতিতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ প্রার্থী সীমান্ত ভট্টাচার্য।
মামলাকারীর (Cal HC Pharmacy Council) আইনজীবী অতীন্দ্র চৌধুরি জানান, মোটপ্রার্থী ২৮। অভিযোগ নির্বাচনে শাসক দলের ৬ জন সদস্যের হয়ে কাউন্সিলের মেম্বার, রিটার্নিং অফিসার(কাউন্সিলের রেজিস্ট্রার) সমর্থন দিচ্ছে।এদের সমর্থনে সমাজমাধ্যমে প্রচার করছে। এদের প্রমোট করার চেষ্টা করছে। নিরপেক্ষতা বজায় থাকছে না। এটা যদি চলতে থাকে তাহলে নির্বাচনে নিরপেক্ষতা বলে কিছু থাকবেনা।
আরও পড়ুন: https://tribetv.in/calcutta-hc-on-howrah-asks-for-case-diary-from-stat-gov/
বিচারপতি সিনহা – আপনিও নিজের পক্ষে সমর্থক জোটাচ্ছেন না কেন (Cal HC Pharmacy Council)? কে আপনার পক্ষে মনে হচ্ছে নিরপেক্ষ ব্যাক্তি হিসাবে নির্বাচন কনডাক্ট করতে পারবে। মামলাকারীর আইনজীবী – ফার্মাসি কাউন্সিল অফ ইণ্ডিয়া। বিচারপতি সিনহা – কিন্তু আইন অনুযায়ী রাজ্য সরকারই কমপিটেন্ট অথরিটি। রিটার্নিং অফিসারই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।
আরও পড়ুন:https://tribetv.in/baguiati-promotar-hc-case-hearing-on-today-know-update/
কাউন্সিল এবং রেজিস্ট্রারের পক্ষে আইনজীবী – রেজিস্ট্রারের একমাত্র অধিকার আছে নির্বাচন করার।তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হচ্ছে (Cal HC Pharmacy Council)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কাউন্সিল তিন সদস্যের একটা কমিটি ফর্ম করবে। একজন পরিদর্শক নিয়োগ করতে।যাতে নিরপেক্ষতা বজায় থাকে। সেই পরিদর্শকের তত্তাবধানেই নির্বাচন হচ্ছে। ডিভিশন বেঞ্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরকে নির্দেশ দিয়েছিল একজন বর্ষীয়ান আধিকারিককে নিয়োগ করতে যিনি পরিদর্শকের কাজ করবেন। সেই পরিদর্শকের তরফের আইনজীবীও এদিন সমস্ত অভিযোগকে কার্যত উড়িয়ে দিয়েছেন আদালতে। যদিও বিচারপতি সিনহার নির্দেশ মামলাকারীর অভিযোগ নিস্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল ঘোষণা করা যাবে না (Cal HC Pharmacy Council)।