ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহান্তে ফের বাতিল লোকাল ট্রেন (Local Train Cancel)। রবি ও সোমবার সরস্বতী পুজো। তার আগে দু’দিন বাতিল প্রায় ১০৮টি লোকাল ট্রেন। শিয়ালদহের দক্ষিণ শাখায় বাতিল শতাধিক লোকাল ট্রেন। যার জেরে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা বারুইপুর-বজবজ শাখায়। রেল সূত্রে খবর, কাঁকুড়গাছি ও বালিগঞ্জে ইন্টারলকিংয়ের কাজের জন্য ট্রেন বাতিল থাকবে। সমস্যা হবে বজবজ ও বারুইপুর শাখার যাত্রীদের। লক্ষীকান্তপুরের ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দীপক নিগম।
আগামী ১ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত মোট ৫২ ঘণ্টায় শিয়ালদহ দক্ষিণ শাখায় (Local Train Cancel) কিছু ট্রেন বাতিল থাকবে।আগামী ১ ফেব্রুয়ারি বাতিল ৫৯ টি ট্রেন। রবিবার ২ ফেব্রুয়ারি ৪৯ ট্রেন বাতিল থাকবে। দু’দিনে আপ -ডাউন মিলিয়ে মোট ১০৮ টি ট্রেন বাতিল। বালিগঞ্জ জংশনে ও কাঁকুরগাছি সিগন্যালিং ও ইন্টারলকিংয়ের কাজের জন্য বন্ধ থাকবে এই ট্রেন পরিষেবা। বাকি লাইনের পরিষেবা স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন:https://tribetv.in/calcutta-hc-on-swasthya-sathi-hearing-plea-dismissed/
এছাড়াও শিয়ালদহ-বারুইপুর শাখায় বাতিল থাকবে (Local Train Cancel) বেশকিছু ট্রেন পরিষেবা। তবে ৩ ফেব্রুয়ারি থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে জানান ডিআরএম দীপক নিগম। বইমেলা চলছে। তার ওপর রয়েছে সরস্বতী পুজো। এমন সময় এই কাজের সিদ্ধান্ত নেওয়া হল কেন? ক্ষুদ্ধ নিত্যযাত্রীরা।
আরও পড়ুন:https://tribetv.in/wb-two-women-lost-their-lives-due-to-maha-kumbha-2025/
এদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় প্রায় ৩৩০টিরও বেশি ট্রেন চলে (Local Train Cancel)। যার মধ্যে ১০৮টি ট্রেন বাতিল হতে চলেছে। তাছাড়াও এই সেকশনের পাশের রুট কিছু স্পেশাল ট্রেন চলবে বারাসাত থেকে দমদম। শিয়ালদা থেকে নৈহাটি, শিয়ালদা- রানাঘাট, বজবজ থেকে নিউ আলিপুর। স্পেশাল এই ট্রেনগুলির কারণে অতিরিক্ত ভিড় সামলে নেওয়া যাবে বলেও জানিয়েছেন শিয়ালদহের ডিআরএম দীপক নিগম (Local Train Cancel)।