ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit shah) আম্বেদকর মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কে বড়দিন উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রীতির বার্তাবাহক আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তাতে তিনি স্তম্ভিত।
গত মঙ্গলবার সংবিধান নিয়ে রাজ্যসভায় আলোচনা চলছিল। সেই সময়ই অমিত শাহ (Amit Shah) বিরোধীদের খোঁচা দিতে গিয়ে মন্তব্য করেন, ”এখন একটা ফ্যাশন হয়েছে বারবার আম্বেদকর আম্বেদকর নাম নেওয়া। কিন্তু আম্বেদকরের প্রতি আপনাদের কী অনুভূতি? এতবার ভগবানের নাম নিলে স্বর্গবাস হয়ে যেত।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরই বিক্ষোভে ফেটে পড়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। এদিনই সকালে সকালে সংসদের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee) বলেন, ‘কলকাতা হল কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। কলকাতা সম্প্রীতিরও। সম্প্রীতির বার্তাবাহক আম্বেদকরকে যেভাবে অপমান করা হয়েছে তাতে আমি স্তম্ভিত।’
আরও পড়ুন: Christmas Carnival: বৃহস্পতি থেকে পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভাল, রেমোর পপ-রকে মাতবে কলকাতা
বড়দিনের ছুটি নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (Mamata banerjee)। তিনি বলেন, ক্রিসমাস মানে আনন্দ, শান্তি, একতা। ২৫ ডিসেম্বর ন্যাশনাল হলিডে। সেই ছুটি কেন্দ্রীয় সরকার বাতিল করে দিয়েছে। আমাদের রাজ্য তা করে না। করবেও না।’
এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আম্বেদকর মন্তব্যের তীব্র নিন্দা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। বলেছিলেন, অমিত শাহ আপত্তিকর মন্তব্য করেছেন তাও আবার গণতন্ত্রের মন্দিরের মধ্যে বসেই। এই মন্তব্য শুধু আম্বেদকরকেই নয়, তাঁকে যাঁরা মেনে চলেন, তাঁর ভাবধারায় যাঁরা চালিত হন, তাঁদেরকেও অপমান করা হয়েছে।