ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উদিত নারায়ণের (Udit Narayan) চুম্বন কাণ্ড বা চুম্বন বিতর্ক, যেটা সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। জানেন? এই ঘটনা কিন্তু একেবারেই প্রথম নয়। এর আগেও উদিত নারায়ণের এমন কান্ডের জন্য মঞ্চে অপ্রস্তুত হয়েছিলেন অলকা ইয়াগনিক (Alka Yagnik) থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। এই বিতর্কে কী বলছেন উদিত নারায়ণ?
আসল ঘটনা (Udit Narayan)
মঞ্চে তখন উদিত নারায়ণ (Udit Narayan) গাইছেন “টিপ টিপ বরষা পানি”। ঠিক তখনই এক অনুরাগী সেলফির জন্য আবদার করলেন। উদিত নারায়ণ ওই অনুরাগীর কাছে এলেন। ওই অনুরাগী হঠাৎ করেই উদিত নারায়ণের গালে চুম্বন করলেন। পাল্টা অনুরাগীর ঠোঁটেও চুম্বন করতে ভুললেন না উদিত নারায়ণ। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রীতিমত ছি ছি পড়ে গিয়েছে। অনেকেই বলছেন, শিল্পী এবং অনুরাগীর মধ্যে এমন ব্যবহার কি এই আদৌ সঠিক? এই নিয়ে উদিত নারায়ণ নিজেই মুখ খুলেছেন।
উদিতের চুম্বন বিতর্কে বহু গায়িকা (Udit Narayan)
প্রসঙ্গত, এই ঘটনা কিন্তু এই প্রথম নয়। এর আগেও দেখা গিয়েছিল, মঞ্চে গান গাইতে উঠেছিলেন অলকা ইয়াগনিক। আর সেই একই মঞ্চে উপস্থিত ছিলেন উদিত নারায়ণ (Udit Narayan)। তিনি হঠাৎ করেই অলকার গালে চুম্বন করেন। এমন ঘটনায় কিছুটা অপ্রস্তুত হয়ে যান অলকা। তাঁর মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। এছাড়াও আরেকটি ভিডিওতে দেখা গিয়েছিল, উদিত নারায়ণ একই কাণ্ড ঘটিয়েছেন শ্রেয়া ঘোষালের সঙ্গে। তখনও শ্রেয়া ঘোষাল অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। কিছুটা হেসে সামাল দিয়েছিলেন পুরো পরিস্থিতি।
আরও পড়ুন: Dev-Koel: খাদানের পর ফিরছে দেব-কোয়েল জুটি, সরস্বতী পুজোয় বড় ইঙ্গিত!
উদিত নারায়ণের বক্তব্য
সম্প্রতি এই চুম্বন কাণ্ডের বিতর্কের পর, উদিত নারায়ণের বক্তব্য, যেভাবে ঘটনাটিকে প্রচার করা হচ্ছে তা একেবারেই ঠিক নয়। তাঁর কথায়, “আমি কি দেশ কিংবা পরিবারের জন্য লজ্জাজনক কোনও কাজ করেছি? এই চুম্বন অত্যন্ত পবিত্র। এই চুম্বন একজন শিল্পী এবং অনুরাগীর মধ্যে। কেনই বা আপনার ভিডিওটি কেমন ঘৃণার চোখে দেখছেন? অনুরাগীরা আমাকে ভালোবাসে। আমিও তাদেরকে ভালোবাসি”। আর যারা সমালোচনা করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: Prosenjit Chatterjee: রাজার মতো মেজাজ! ১২ বছর পর সরস্বতী পুজোয় ছেলের সঙ্গে প্রসেনজিৎ
আরও বিখ্যাত হলেন তিনি
উদিত নারায়ণ মনে করেন, এই সমালোচনার কারণে তিনি কয়েকদিনের মধ্যে আরও বেশি বিখ্যাত হয়েছেন। তাঁর সঙ্গে রয়েছে মা সরস্বতীর আশীর্বাদ। তিনি কাউকেই পরোয়া করেন না। উদিত নারায়ণের কথায়, “আমি যখন মঞ্চে গাই। তখন শ্রোতাদের খুশি করা আমারও দায়িত্ব। আমি নিপাট ভদ্রলোক। অনুরাগীরা আমার হাত ধরতে চায়, একটু ছুঁতে চায়। এই সব বিষয়ে বেশি মাথা না ঘামানোই উচিত”। সঙ্গীতশিল্পীর এমন কাণ্ড দেখে ইতিমধ্যেই নেট পাড়ায় নিন্দার ঝড়। অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন। বলছেন, ভিডিওটি এআই জেনারেটেড। শিল্পীর এহেন কাজকে অনেকেই সমর্থন করছেন না।