ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানি (Pakistan) সঙ্গীত শিল্পী আতিফ আসলাম (Atif Aslam) একসময় ভারতের বিনোদন দুনিয়া মাতিয়ে রেখেছিলেন। এখনও তাঁর গানের জনপ্রিয়তা কমেনি। আর সেই আতিফ আসলামের এমন কি দুর্দশা হল? যার কারণে রাস্তায় দাঁড়িয়ে গান গাচ্ছেন? এমনই প্রশ্নে সরগরম নেটপাড়া। সম্প্রতি ভাইরাল (Viral ) হয়েছে তেমনি একটি ভিডিও (Video)।
ভারতে ডাক পান না পাক শিল্পীরা (Atif Aslam)
পুলওয়ামা কাণ্ডের পর ভারতের সিনে সংগঠন (Indian Film Industry) পাকিস্তানি শিল্পীদের থেকে কার্যত দূরত্ব ঘোষণা করে। সুপ্রিম কোর্টের রায়ের পর সেই শাপমোচন কিছুটা কেটেছিল ঠিকই (Atif Aslam), কিন্তু ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে পাক শিল্পীরা আগের মতো আর কাজের ডাক পান না। অথচ এই ভারতে একটা সময় পোক্ত জায়গা তৈরি করেছিলেন আতিফ আসলাম থেকে শুরু করে রাহাত ফতেহ্ আলি খানের মতো বহু পাক শিল্পী। একের পর এক কনসার্ট করতেন। সেই চিত্র এখন অনেকটা বদলেছে। ভারতে পাক শিল্পীদের কনসার্টের সংখ্যাও কমেছে। যদিও পাকিস্তানি বহু শিল্পী এখন কনসার্টের জন্য বেছে নিয়েছেন ভারতের পড়শী দেশ ‘বদল’ এর বাংলাদেশকে।
নেটিজেনদের প্রশ্ন (Atif Aslam)
সম্প্রতি আতিফ আসলামকে দেখা গেল, লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে গান গাইছে। সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করলেন পথ চলতি অনেকেই। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। তারপর থেকেই অনেকে এই প্রশ্ন তুলতে থাকে যে, এমন কি হল? যার জেরে রাস্তায় দাঁড়িয়ে গান গাইতে হল আতিফকে?
আরও পড়ুন: Salman Khan: হলিউডে অটো চালাচ্ছেন সলমন খান, ফাঁস ভিডিও
খুশি অনুরাগীরা
ভিডিওটিতে দেখা যায় রীতিমত এক মনে গান গাইছেন শিল্পী। তাঁর দিকে তাক করে কতগুলো ক্যামেরা। রেকর্ড হচ্ছে আতিফের গান। সেদিকে তাঁর কোনও গুরুত্ব নেই। আবার কোনও কোনও অনুরাগীদের কৌতুহলী মনের প্রশ্ন, পাকিস্তানে কি সত্যি এতটাই দুরবস্থা? যে কোনও কনসার্ট বা শো হচ্ছে না! আবার অনেকেই মনে করছেন, আতিফকে তারা সামনে থেকে একবার দেখতে পেয়েছেন , এটাই অনেক। অনেকের কাছে এটা আবার স্বপ্নপূরণের মতো। পাক শিল্পীর স্ট্রিট পারফরমেন্সে অনেকেই বেশ খুশি।
আরও পড়ুন: Raj Chakrabarty Birthday: রাজের জন্মদিনে শুভশ্রীর বিশেষ উপহার, শেয়ার করলেন গোপন ছবি
পরিকল্পনা মাফিক রাস্তায় গান গেয়েছেন আতিফ
প্রশ্নটা হল, পাকিস্তানে দুরবস্থার কারণেই কি লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে গান গাইতে হল আতিফ আসলামকে? যদিও শোনা যাচ্ছে, আতিফ আসলাম পরিকল্পনা মাফিক এই কাজ করেছিলেন। তাঁর প্ল্যান ছিল, অনুরাগীদের অবাক করে দেওয়া। যেমন ভাবা, তেমন কাজ। সম্প্রতি লন্ডনের পিকাডিলি সার্কাসে রয়েছে তাঁর শো। তার আগে একবার রিহার্সালের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নিলেন লন্ডনের রাস্তায়। বিষয়টাকে বেশ ভালো ভাবে গ্রহণ করেছেন শিল্পীর অনুরাগীরা। অনেকেই আবার বলছেন, শিল্পীর মন এমনই হওয়া উচিত।