ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিনোদন দুনিয়ায় ঝড় তুলেছে ‘খাদান’ (Khadaan Dubai Tour)। ভারতে একের পর এক সিনেমা হলের বক্স অফিস কাঁপিয়ে এবার টিম ‘খাদান’ পাড়ি দিয়েছে দুবাইয়ের পথে। কিন্তু এবার টিমে নেই সকলের প্রিয় কিশোরী থুড়ি অভিনেত্রী ইধিকা পল।
কিশোরী ছাড়াই খাদান! (Khadaan Dubai Tour)
বর্তমানে পুনেতে চলছে ইধিকার আসন্ন সিনেমা ‘বরবাদ’-এর শুটিং। শাকিব খানের সঙ্গে আবার বড়পর্দায় দেখা যাবে ওপার বাংলার জনপ্রিয় ‘প্রিয়তমা’-কে। এই অবস্থায় সূত্র মারফত জানা গেছে, তারিখ নিয়ে কিছু সমস্যার কারণেই দুবাইয়ে টিম খাদানের সঙ্গে থাকতে পারছেন না ইধিকা। তবে অভিনেত্রীর শুভেচ্ছাবার্তা সর্বদা রয়েছে ‘খাদান’-এর সঙ্গে।
স্থগিত ‘বরবাদ’-এর শুটিং (Khadaan Dubai Tour)
অন্যদিকে আবার শোনা যাচ্ছে, শাকিব খানের সঙ্গে পুনেতে ‘বরবাদ’ ছবির শুটিং-এ ব্যস্ত আছেন অভিনেত্রী। সেখানে শুটিং চলাকালীন বেশকিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। প্রযোজকের সঙ্গে সমস্যার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তাই আপাতত স্থগিত এই ছবির শুটিং। তাছাড়াও যেহেতু আগে থেকেই ছবির ডেট স্থির করা থাকে, তাই টিম ‘খাদান’-এর সঙ্গে দুবাই যেতে পারেননি ইধিকা।
আরও পড়ুন: Shakib Khan Film Borbaad: স্থগিত বরবাদের শুটিং, পর্দায় সাকিব-ইধিকা জুটি ফিরছে কবে?
লতিকার ভূমিকায় অনবদ্য ইধিকা (Khadaan Dubai Tour)
যারা এতদিনে ‘খাদান’ দেখেছেন তারা সকলে জানেন চরিত্র মধু মাহাতোর স্ত্রী-এর ভূমিকায় যথেষ্ট সাবলীল অভিনয় করেছেন ইধিকা পল। গ্রাম্য মেয়ের বেশে বেশ মানিয়েছিল তাকে। মধুর সঙ্গে বিয়ের সময় তার মুখের সলজ্জ হাসি হোক বা সিনেমার শেষ দৃশ্যের আতঙ্ক, সবেতেই নিজের সবটা দিয়ে অভিনয় করেছেন তিনি।

সুপারহিট ‘কিশোরী’ (Khadaan Dubai Tour)
‘কিশোরী’ গানটা শোনেননি এমন খুব কম মানুষই আছেন। গান মুক্তির দিন থেকে এখনও ‘কিশোরী’ প্রেমে মজেছে নেটপাড়া। সামনে আসছে একের পর এক রিল। সেই গানের দৃশ্যে মোহময়ী রূপে ধরা দিয়েছিলেন ইধিকা। ফ্লোরাল সিল্ক সারিতে জমিয়ে রোম্যান্স করেছেন পর্দার মধুর সঙ্গে। নাচেও পারদর্শী তিনি। গানের দৃশ্য সামনে আসার পরই ভাইরাল ইধিকার ‘কিশোরী কিশোরী’ স্টেপ। অনুরাগীরা বলছেন, যত দিন গড়াচ্ছে তত পরিণত হচ্ছে ইধিকার অভিনয়। ছোটপর্দা থেকে বড়পর্দা, এপারের লতিকা হোক বা ওপারের প্রিয়তমা, সবেতেই তিনি সেরা।
একাধিক প্রিমিয়ারে ইধিকা (Khadaan Dubai Tour)
দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘খাদান’-এর একাধিক প্রিমিয়ারে দেখা গিয়েছিল ইধিকাকে। মঞ্চে উঠে হাতে মাইক নিয়ে গেয়েছেন ‘কিশোরী কিশোরী’ গান। মঞ্চ থেকেই পা মিলিয়েছেন নাচের তালেও। খাদানের সঙ্গে বেঙ্গল ট্যুরেও সর্বদা ছিলেন তিনি। তাই এবারের দুবাই-এর প্রিমিয়ারে ইধিকার না থাকা, দর্শকদের কাছে মন খারাপের খবর তো বটেই।