ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউড (Tollywood) অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের (Rupsa Chatterjee) কোল আলো করে এল ছোট্ট খুদে। সেই অপেক্ষাতেই তো দিন গুনছিলেন রূপসা। কিন্তু ছেলে হল নাকি মেয়ে? বাবা হলেন সায়নদীপ সরকার। সায়নদীপ এখন ভীষণ খুশি। সোশ্যাল মিডিয়ায় (Social Media ) মিষ্টি ছবি শেয়ার করে সুখবর জানালেন নতুন বাবা সায়নদীপ। তাঁর ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে একরত্তির হাতের আঙুল।
আলো-আঁধারিতে খুদের আঙুল (Rupsa Chatterjee)
আলো-আঁধারিতে খুদের আঙুল ধরে রয়েছে বাবা (Rupsa Chatterjee)। সায়নদীপ সরকার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন “বিলম্বিত প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং নিজেকে বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা, জুনিয়র”। কিন্তু রূপসা সায়নদীপের ছেলে হল নাকি মেয়ে? তা এই পোস্টে পরিষ্কার করে বলা নেই। তবে অনেকেই মনে করছেন, এই পোস্ট আভাস দিচ্ছে রূপসার কোল আলো করে এসেছে জুনিয়র সায়নদীপ অর্থাৎ রূপসার ঘরে এসেছে পুত্র সন্তান। যদিও এই খবরে এখনও রূপসা সিলমোহর দেননি।
এক বছর আগে আইনি বিয়ে (Rupsa Chatterjee)
এক বছর আগেই রূপসা (Rupsa Chatterjee) এবং সায়নদীপ তাঁদের আইনি বিয়ে সেরেছিলেন। তারপর ২০২৪ এর পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে রীতিমত ধুমধাম করে সামাজিক বিয়ে করেন। সেই বিয়ের এক মাস যেতে না যেতেই, তাঁরা খুব শীঘ্রই দুই থেকে তিন হতে চলেছেন। তাও আবার শিশু দিবসেই সেই ঘোষণা করেন। নিজেদের জীবনের বিশেষ সুখবর সকলকে জানানোর জন্য শিশু দিবসের মতোই দিনটাকে বেছেছিলেন তাঁরা।
আরও পড়ুন: Anwesha Dattagupta: রিয়্যালিটি শোয়ে স্বচ্ছতার অভাব রয়েছে, দেখে কষ্ট হয়; বললেন অন্বেষা
ছেলে হল নাকি মেয়ে?
নতুন খুদে সদস্যকে নিয়ে সায়নদীপের পোস্ট দেখেই বোঝা যাচ্ছে, সাধারণতন্ত্র দিবসে সংসার আলো করে জন্ম নিয়েছে তাঁদের সন্তান। তবে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান, পোস্টে উল্লেখ করেননি। ওই পোস্টে এখন অনুরাগীদের শুভেচ্ছা বন্যা। প্রসঙ্গত, কয়েকদিন আগে সাধভক্ষণের অনুষ্ঠানে ছেলে নাকি মেয়ে হবে, পারিবারিক সদস্যদের নিয়ে একটা ভোট চ্যালেঞ্জ করেছিলেন। বিষয়টা নিয়ে এই দম্পতিকে কটাক্ষের শিকার হতে হয়েছিল ।
আরও পড়ুন: Phulki Upcoming Episode: শালিনীর দিন শেষ, দৃষ্টিশক্তি হারিয়েও বক্সিং রিংয়ে দুর্ধর্ষ ফুলকি
মাতৃত্ব উপভোগ করেছিলেন
অনেকের ধারণা , সেই কারণেই ছেলে নাকি মেয়ে হয়েছে, সেই সংবাদ এখনও পর্যন্ত রূপসা এবং সায়নদীপ প্রকাশ্যে আনেননি। রূপসা চুটিয়ে তাঁর মাতৃত্ব উপভোগ করেছিলেন। সেটা তাঁর সোশ্যাল মিডিয়ার দেখলেই বোঝা যায়। স্বামীর সঙ্গে খুনসুটি থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের সঙ্গে মজার নানান ভিডিও শেয়ার করতেন। অবশেষে অপেক্ষার অবসান হল। রূপসা এবং সায়নদীপ স্বাগত জানালেন তাঁদের খুদে সদস্যকে।