ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়োপর্দায় মুক্তি পাবে বিক্রম চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘দূর্গাপুর জংশন’। ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। অন্যদিকে রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। দুর্গাপুর জংশন ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজদীপ সরকার, প্রদীপ ধর, একাভালি খান্না। এক পুলিশ অফিসার ও সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্পই চিত্রায়িত হবে এই ছবিতে। কিন্তু, ঠিক ছবি মুক্তির আগে ঘটে গেল আরও এক বড়ো চমক।
একসাথে দেখা গেল রকস্টার লুকে বিক্রম চট্টোপাধ্যায় ও রূপম ইসলামকে। মাইক্রোফোন হাতে রকমুডে দুজনকে দেখা গেল একসাথে ক্যামেরার সামনে গান গাইতে। ইতিমধ্যে গানটির শ্যুটিং শেষ হয়েছে। গানটির কম্পোজ করেছেন ত্রি মিউজিক।
আরও পড়ুন: https://tribetv.in/story-of-puja-by-dolan-roy-and-dipankar-dey/
বলাইবাহুল্য ‘দুর্গাপুর জংশন’ ছবিতে আরও এক চমক নিয়ে আসছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। এর আগে পরিচালক অরিন্দম ভট্টাচার্যের পরিচালনায় মুক্তি পেয়েছিল বাংলা ছবি ‘শিবপুর’।
এই সিনেমার আগে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে কোনদিনও রকস্টার রূপে দেখা যায়নি। প্রথমবার এরকম একটি রূপে দেখা যাচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে। সামাজিক মাধ্যমে এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে বেড়েছে তুমুল উত্তেজনা। ফ্যানরা তো উত্তেজিতই, তাদের সাথে যুক্ত হয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়ের ভক্তরাও।