ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের একধাক্কায় রাজ্যে ফের পারদ পতন। তবে মাঘ মাসের শেষের দিকেও কনকনে শীত (Weather Update) উধাও। কার্যত গরমেই কেটেছে সরস্বতী পুজো। চলতি মাসেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে চলেছে। তবে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ফের পারদ পতনের পূর্বাভাস। একধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে তাপমাত্রা। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
ফের ঘুরে দাঁড়াচ্ছে শীত?(Weather Update)
মাঘের তৃতীয় সপ্তাহে শীত ‘যাই যাই’ করেও বিদায় নিচ্ছে না। লেপ, কম্বল, সোয়েটারে নিজেদের আরেকটু আরামপ্রিয় করে রাখার সুযোগ থাকছে বঙ্গবাসীর কাছে। তবে এই আরাম বেশি দিনের নয়। সপ্তাহের মধ্যভাগ থেকে ফের তাপমাত্রার পারদে উত্থানের(Weather Update) পূর্বাভাস শোনাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহ জুড়েই খামখেয়ালিপনা দেখাবে আবহাওয়া। বুধবার পর্যন্ত তাপমাত্রার পারদে পতন, বৃহস্পতিবার থেকে ফের তা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। দু-তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরে।
একধাক্কায় ৪ ডিগ্রি কমল দক্ষিণবঙ্গের তাপমাত্রা(Weather Update)
হাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহান্তে ফের পারা পতন (Temperature Fall) ঘটবে। হাওয়া অফিস সূত্র বলছে, দক্ষিণবঙ্গে অন্তত ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা(Weather Update) কমেছে মঙ্গলবার। সকাল ও সন্ধ্যে ফিরবে হালকা শীতের আমেজ। তবে দোসর হতে পারে ঘন কুয়াশা। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা। বৃহস্পতিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে সাত জেলায়। বৃহস্পতিবার ফের কুয়াশার সম্ভাবনা বাড়বে। কুয়াশা বেশি হতে পারে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। অর্থাৎ, পাকাপাকিভাবে শীতের বিদায়ের আগে আরও একবার কমতে পারে তাপমাত্রা।
আরও পড়ুন: Howrah: স্বামীর কিডনি বিক্রি করিয়ে টাকা নিয়ে চম্পট স্ত্রীয়ের! প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন গৃহবধূ
উত্তরবঙ্গের ৪ জেলায় ঘন কুয়াশার সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত উত্তরবঙ্গেও আর তাপমাত্রা কমার পূর্বাভাস নেই। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। চার জেলায় মঙ্গলবার কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বাকি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা। বুধবার থেকে কমতে পারে কুয়াশার দাপট। আগামী ৪/৫ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ।মঙ্গলবার শিলিগুড়ি ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
আরও পড়ুন: Saraswati Puja Weather: বিদায়ের পথে শীত, সরস্বতী পুজোর পর শেষবারের মতো পারদ পতনের সম্ভাবনা