ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সবার সামনেই শাহরুখ (Shah Rukh Khan) একবারের জন্য বলতে দ্বিধাবোধ করলেন না, “আমি আসলে একটা ব্লাডি স্টার”। কিন্তু এমন কথা কেন বললেন? এতগুলো বছর ধরে মানুষ তাঁকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে, তার ৫০ শতাংশ ভালোবাসা চাইছেন ছেলে মেয়েদের জন্য। ছেলে আরিয়ান (Aryan Khan) নির্দেশ দিচ্ছে শাহরুখ খানকে, আর তাতেই শাহরুখ রীতিমত রেগে গেলেন। হাত জোড়ো করে ফেললেন বাদশা। ঠিক কী হয়েছিল বাবা ছেলের মধ্যে? চলুন জেনে নেওয়া যাক।
ছেলে আরিয়ানের উপর বিরক্ত বলিউড বাদশা! (Shah Rukh Khan)
সম্প্রতি নেটফ্লিক্সের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে (Shah Rukh Khan)। যেখানে দেখা যায়, শুটিং চলাকালীন একের পর এক শট দিচ্ছেন শাহরুখ খান। কিন্তু পরিচালকের তা একেবারেই পছন্দ হচ্ছে না। পরিচালক বারংবার আরও একবার শট দেওয়ার জন্য শাহরুখকে বলতে থাকেন। অপরদিকে শাহরুখ ধৈর্য ধরে বারংবার শট দিয়ে যান। কিন্তু তাতেও পরিচালকের মন পাননি। অবশেষে তিনি গেলেন বেজায় রেগে। বললেন “তেরে বাপকা আওয়াজ হ্যায় কেয়া?” ঠিক তখনই ক্যামেরার পাশ থেকে হাসিমুখে আরিয়ান খান উত্তর দিলেন ‘হ্যাঁ’।
রাগ কমেনি শাহরুখের (Shah Rukh Khan)
তাতেও কিন্তু শাহরুখের (Shah Rukh Khan) রাগ কমেনি। তিনি একের পর এক তাঁর বিখ্যাত ডায়লগ বলতে থাকেন। তাঁর সংলাপ শেষে সবার মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করে। তারপর আরিয়ান খান বলেন, “পাপা ক্যামেরার রোল নেহি হুয়া!” তাতে শাহরুখ খান রেগেও যান। পুরো বিষয়টা হয়েছে মজার ছলে।
আরও পড়ুন: Jisshu-Srabanti: নতুন সম্পর্কে যিশু-শ্রাবন্তী, সঙ্গ দিচ্ছেন দেব! টলিউডের অন্দরে জোর চর্চা
ছেলের পরিচালনায় অভিনেতা শাহরুখ (Shah Rukh Khan)
সম্প্রতি নেটফ্লিক্সের একটি ইভেন্টে শাহরুখ খান (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খানের নতুন কাজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছেন। এটাই আরিয়ানের প্রথম পরিচালনার কাজ। গত সোমবার এই ইভেন্টে শাহরুখ অংশ নেন। ২০২৫ সালে এই ওটিটি প্ল্যাটফর্মে ঠিক কোন কোন প্রজেক্ট আসছে, তার একটি তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে রয়েছে আরিয়ানের নতুন সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’। যার প্রযোজনা করেছে রেড চিলিজ প্রোডাকশন। এখানে মূল অভিনেতা শাহরুখ নিজেই। আবার তিনিই প্রযোজক।
আরও পড়ুন: Sonu Nigam: শিরদাঁড়ায় বিঁধে আছে সুঁচ! যন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম
ছেলে-মেয়ের জন্য ভালোবাসা চাইলেন শাহরুখ
আরিয়ানের এই ওয়েব সিরিজ সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ বলেন, “অন্য সবাই কাজ করে। আমি নামেই প্রযোজক। এসব প্রযোজক পরিচালক লেখক পোষাবে না আমার। আমি আসলে একটা ব্লাডি স্টার। আসল কাজটা করে পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার আর প্রোডাকশন টিম”। তিনি আরও বলেন, “এতগুলো বছর ধরে মানুষ যে পরিমাণ ভালোবাসা দিয়েছে আমায়, তার ৫০ শতাংশ ভালবাসা যদি আমার ছেলে মেয়েকে দেন, তাহলে আমি খুবই উপকৃত হব। আমার অনেক তারকা বন্ধু এই শো’য়ের সঙ্গে যুক্ত রয়েছেন। সবটাই আরিয়ানকে ভালোবেসে”।