ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় ২৫ বছরের অভিজ্ঞতা। কাজ করেছেন একের পর এক প্রায় ২৫ টি ধারাবাহিকে। সেই পরিচালক শ্রীজিৎ রায় (Srijit Roy) এখন মহা সমস্যায়। বন্ধ হয়ে গেল শুটিং সেট তৈরির কাজ। কিন্তু কেন? শুটিং নিয়ে ফের বিপত্তি টলিপাড়ায়। আবারও সমস্যা দেখা গেল, ডিরেক্টরস গিল্ড এবং ফেডারেশনের মধ্যে। ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার অভিযোগ উঠেছে, পরিচালক শ্রীজিৎ রায়ের বিরুদ্ধে। কিন্তু পরিচালকের বক্তব্য, তাঁর বিরুদ্ধে থাকা প্রমাণ পুরোটাই ভিত্তিহীন। সবটাই প্ররোচনা।
ঠিক কী ঘটেছে? (Srijit Roy)
বিনোদন জগতে পরিচালক (Srijit Roy) হিসেবে দীর্ঘ ২৫ বছর ধরে যুক্ত আছেন পরিচালক শ্রীজিৎ রায়। সম্প্রতি তাঁর নতুন একটি কাজের শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সমস্যার মুখে পড়তে হল তাঁকে। ফেডারেশনের বিরুদ্ধে কথা বলার অভিযোগে, আর্টস সেটিং গিল্ডের টেকনিশিয়ানরা নাকি পরিচালকের সঙ্গে কাজ করতে চাইছেন না। ফেসবুক লাইভে এসে বিশদে সব কথা জানিয়েছেন তিনি।
কী জানালেন পরিচালক? (Srijit Roy)
ফেসবুক লাইভে পরিচালক শ্রীজিৎ রায় (Srijit Roy) জানান, বিনোদনের দুনিয়ায় পা রেখেছিলেন অবজারভার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর হিসেবে। তারপর ধীরে ধীরে নিজের যোগ্যতায় পরিচালকের পদে আসীন হন। বিনোদনের দুনিয়ায় প্রায় ২৫টিরও বেশি ধারাবাহিকের পরিচালনা করেছেন তিনি। দুটি ওয়েব সিরিজেও কাজ করেছেন। তাঁর বক্তব্য, ব্যারাকপুরের মতো জায়গা থেকে আজ তিনি মানুষের ভালোবাসায়, নিজের যোগ্যতায় প্রযোজকের পদে এসেছেন। “কষ্ট করে লোকের কাছে পয়সা ধার করে” তিনি ধারাবাহিক তৈরি করেছেন। বেঙ্গল টপারও হয়েছে বেশ কিছু ধারাবাহিক। কিন্তু আজ তিনি বিপদে।
আরও পড়ুন: Shah Rukh Khan: ছেলের পরিচালনায় রেগে আগুন শাহরুখ! বললেন “আমি ব্লাডি স্টার”
শনিবার রাতেই আভাস
শনিবার রাতেই তিনি আভাস পেয়েছিলেন, আর্টস সেটিং ( Srijit Roy) গিল্ডের টেকনিশিয়ানেরা নাকি তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন না। রবিবারও সেই সন্দেহেই দিন কাটিয়েছেন। সোমবার সরাসরি সেট থেকে লাইভে এসে তিনি এই বিষয়ে সিলমোহর দিয়েছেন। জানিয়েছেন, কোনও রকম প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, “সেইসময় আমি নাকি টেকনিশিয়ান বিরোধী কথা বলেছি, যা ফেডারেশনের অনেক শিল্পীদের খারাপ লেগেছে।” তিনি যে টেকনিশিয়ানদের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছেন, এমন কোনও প্রমাণ নেই। বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন, কিংবা কারোর দ্বারা প্ররোচিত। এমনটাই দাবি শ্রীজিৎ রায়ের।
আর্টস গিল্ডের সঙ্গে সু-সম্পর্ক!
লাইভে পরিচালক শ্রীজিৎ রায় আরও জানিয়েছেন, ফেডারেশনের সবার সঙ্গেই তাঁর সখ্যতা রয়েছে। ফেডারেশনের অনেকের বিপদেই পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর পার্টনার লেখক সৌভিকও সাহায্য করেছেন অনেককে। তারপরেও হঠাৎই কেন এমন সিদ্ধান্ত নিয়েছে আর্টস সেটিং গিল্ড, সেটা এখনও ধোঁয়াশায়। ফেসবুক লাইভ চলাকালীন আর্টস সেটিং কর্মীদের অবদান সম্পর্কেও কৃতজ্ঞতা স্বীকার করেছেন পরিচালক।
কাজ বন্ধের নেপথ্যে প্ররোচনা!
পরিচালকের অনুমান, এই কাজ বন্ধের পেছনে কারোর প্ররোচনা রয়েছে। কেউ ইচ্ছে করে ফেডারেশনের সকলকে ভুল বোঝাচ্ছেন। সকল শিল্পীদের পরিচালকের বিরূদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় এবং কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই একই ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। সেই প্রসঙ্গও টেনে এনেছেন শ্রীজিৎ।
মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ছে জটিলতা
শ্রীজিতের ডাকে সাড়া দিয়ে সমস্যার সমাধান খুঁজতে সোমবার সকালে ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, অপরদিকে সংগঠনের কার্যকরী কমিটির সদস্য রাজ চক্রবর্তী সহ পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অনেকেই উপস্থিত হন। প্রসঙ্গত গত জুলাই থেকে কিন্তু পরিচালকদের সঙ্গে ফেডারেশনের এই দ্বন্দ্ব শুরু হয়েছে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে গিল্ড ফেডারেশন দ্বন্দ্বের সময় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছিলেন, কোনওরকম কর্মবিরতি রাখা যাবে না। কাজের পাশাপাশি চলবে আলোচনা। কিন্তু সেই আদেশ অমান্য করে কেন শুটিং শুরুর আগেই বন্ধ হল, সেট তৈরির কাজ? এই বিষয়ে এখনও কিছুতেই জট কাটছে না।